images

সারাদেশ

বরিশালে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত

জেলা প্রতিনিধি

০৬ জুন ২০২৩, ০৭:৪২ পিএম

images

জেলার বানারীপাড়া উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় মুহাম্মদ সাকিব নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন।

সোমবার (৫ জুন) দিনগত রাতে উপজেলার লস্করপুর থেকে চাখার যাওয়ার সময় দুর্ঘটনা ঘটে।

নিহত সাকিব সরকারি চাখার ফজলুল হক ডিগ্রি কলেজের ৪র্থ বর্ষের ছাত্র ও লস্করপুর গ্রামের বাসিন্দা ফাইজুল ইসলামের ছেলে।

নিহতের স্বজনরা জানান, আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বানারীপাড়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) মমিন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আইনি কার্যক্রম শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রতিনিধি/এসএস