জেলা প্রতিনিধি
০২ জুন ২০২৩, ০৯:৪৯ পিএম
দিনাজপুরের সদর উপজেলায় পুকুরের পানিতে ডুবে মা ও দুই সন্তানের মৃত্যু হয়েছে। শুক্রবার (২ জুন) সন্ধ্যা সাড়ে ৬টায় সদর উপজেলার শশরা ইউনিয়নের ভবাই নগর চুনিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চুনিয়াপাড়ার উজ্জ্বল দেবনাথের স্ত্রী অষ্টমী দেবনাথ, তার দুই ছেলে ৮ বছর বয়সি গৌতম দেবনাথ ও ৩ বছর বয়সি প্রিতম দেবনাথ।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভি ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
মহসীন আলী নামের স্থানীয় একজন জানান, দুপুরের পরে অষ্টমী দেবনাথ বাড়ির পাশের পুকুরে কাপড় ধুতে গেলে তার দুই সন্তানও সঙ্গে যায়। কাপড় ধোয়ার সময় দুই ছেলে গোসল করতে নেমে ডুবে যায়। তাদের বাঁচাতে পুকুরে ঝাঁপ দিয়ে অষ্টমী দেবনাথও ডুবে যান। সন্ধ্যার একটু আগে স্থানীয় একজন ওই পুকুরের পাড়ে গেলে দুই শিশুর মরদেহ ভাসতে দেখেন। তার চিৎকার শুনে স্থানীয়রা এসে মরদেহ উদ্ধার করেন। কিছুক্ষণ পর মায়ের লাশও ভেসে ওঠে।
শশরা ইউনিয়নের চেয়ারম্যান মোকছেদ আলী রানা বলেন, মা ও তার দুই শিশুর মৃত্যু হয়েছে। কোনো কাজে হয়তো তারা পুকুরে গিয়েছিল।
ওসি তানভি ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
প্রতিনিধি/ এজে