images

সারাদেশ

নতুন ট্রেন চালুর খবরে নীলফামারীতে আনন্দের জোয়ার

জেলা প্রতিনিধি

৩০ মে ২০২৩, ০৮:৩৬ এএম

নীলফামারীর চিলাহাটি থেকে ঢাকা পর্যন্ত (দিবাকালীন) নতুন একটি আন্তঃনগর ট্রেন চালুর ঘোষণা দিয়েছে বাংলাদেশ রেলওয়ে। রোববার (৪ জুন) সকাল ১০টায় গণভবন থেকে ভার্চুয়ালি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তনগর ট্রেনটি উদ্বোধন করবেন।

জানা যায়, ট্রেনটির প্রস্তাবিত নাম ‘নীলফামারী এক্সপ্রেস’। 

দিবাকালীন নতুন ট্রেন চালুর ঘোষণায় আনন্দের বন্যা বইছে নীলফামারীর জুড়ে। বিভিন্ন স্থানে বিতরণ করা হয়েছে মিষ্টি। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন সাধারণ মানুষ। চিলাহাটির কাপড় ব্যবসায়ী মো. রাজ্জাক বলেন, এটা আমাদের দাবি ছিল। খুশিতে আজ আমরা মিষ্টি বিতরণ করেছি। চালুর দিন আমরা ব্যাপক উল্লাস করবো ইনশা আল্লাহ।

নীলফামারী প্রেস ক্লাবের সভাপতি তাহমিন হক ববি বলেন, আমাদের দীর্ঘদিনের চাহিদা পুরন হয়েছে। এই ট্রেনটির দাবি আমরা রেলমন্ত্রীর কাছে বারবার করেছি। সর্বশেষ এটা চালু হতে যাচ্ছে। সব মিলিয়ে আমরা অত্যন্ত খুশি।

নীলফামারী বাস টার্মিনাল এলাকার বিপ্লব বলেন, কয়েকদিন আগে আমি ঢাকা যাওয়ার জন্য স্টেশনে গিয়েছিলাম কিন্তু টিকিট পাইনি। পরেরদিন ভোরে যেতে বললে গিয়ে দেখি টিকিট শেষ। আরেকটি ট্রেন চালু হলে আমাদের এ ভোগান্তিটা হবে না। আমরা নীলফামারীবাসী নিরাপদে ঢাকায় যাতায়াত করতে পারবো।

জলঢাকা এলাকার শাখাওয়াত হোসেন বলেন, আমি স্কাউট করি। হজ ক্যাম্পে যাওয়ার জন্য টিকিট কাটতে গিয়ে দুদিন ঘুরতে হয়েছে। তাও কাঙ্ক্ষিত তারিখে টিকিট পাইনি। এবার ভোগান্তি থেকে মুক্তি মিলবে।

জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ বলেন, প্রধানমন্ত্রী কার্যালয় থেকে চিঠি পেয়েছি। প্রধানমন্ত্রী ট্রেনটি উদ্বোধন করবেন। উদ্বোধন উপলক্ষে রেলমন্ত্রী চিলাহাটিতে উপস্থিত থাকবেন।

বাংলাদেশ রেলওয়ের মহাব্যবস্থাপক (পশ্চিমাঞ্চল) অসীম কুমার তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন। 

অসীম কুমার তালুকদার বলেন, নতুন ট্রেনটি ৪ জুন সকাল ১০টায় প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন। এর মাধ্যমে রাজধানীর সঙ্গে উত্তরের জেলা নীলফামারীর মানুষের যোগাযোগের পথ আরও সুগম হলো। পাশাপাশি এ অঞ্চলের মানুষের দীর্ঘ দিনের দাবি পূরণ হলো।

এর আগে ২০০৭ সালে সৈয়দপুর থেকে ঢাকা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনের মধ্যে আন্তনগর নীলসাগর এক্সপ্রেস চলাচল শুরু করে। পরে ওই ট্রেনটির গন্তব্য নীলফামারী থেকে চিলাহাটি পর্যন্ত করা হয়। নীলসাগর চালু হওয়ার পরে উত্তরবঙ্গের বিভিন্ন রুটে একাধিক ট্রেন চালু করা হলেও ঢাকা-চিলাহাটি রুটে একটি মাত্র নীলসাগর এক্সপ্রেস ট্রেন চলাচল করত।

রেলওয়ে সূত্রে জানা গেছে, চিলাহাটি-ঢাকা-চিলাহাটি রুটে এক জোড়া নতুন আন্তনগর ট্রেনের নাম ‘নীলফামারী এক্সপ্রেস’। চিলাহাটি থেকে ৮০৬ নম্বর ট্রেনটি সকাল ৬টায় ছেড়ে ঢাকায় পৌঁছাবে বিকেল ৩টা ১০ মিনিটে। অন্যদিকে ৮০৫ নম্বর ট্রেনটি বিকেল ৪টা ১৫ মিনিটে ঢাকা ছেড়ে চিলাহাটি পৌঁছাবে রাত ১টা ৪৫ মিনিটে। ট্রেনটিতে এসি বার্থ, স্নিগ্ধা ও শোভন চেয়ার শ্রেণির আসন বিন্যাসের ব্যবস্থা রয়েছে। লোকোমোটিভ ছাড়া ২২টি বগির ওপর থাকবে ১১টি কোচ।

এ ছাড়া ট্রেনটির উভয় চলাচলের ক্ষেত্রে ডোমার, নীলফামারী, সৈয়দপুর, পার্বতীপুর, জয়পুরহাট, সান্তাহার, ঈশ্বরদী বাইপাস ও বিমানবন্দরে যাত্রাবিরতি করবে। প্রতি শনিবার ট্রেনটির সাপ্তাহিক বন্ধ থাকবে এবং চিলাহাটি স্টেশনে ট্রেনের ব্রেক বেজ, ওয়াটারিং ও ক্লিনিং করা হবে। 

প্রতিনিধি/এইচই