images

সারাদেশ

নোয়াখালীতে সাবেক ইউপি সদস্যকে গুলি

জেলা প্রতিনিধি

২৬ মে ২০২৩, ০৮:৫৫ এএম

নোয়াখালীর সদর উপজেলার আন্ডারচর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য (মেম্বার) ও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো. দুলাল মেম্বার (৪৭) দূর্বৃত্তের গুলিতে গুলিবিদ্ধ হয়েছেন। ঘটনায় হাসান (৩৮) নামের আরও একজন আহত হয়েছেন। 

বৃহস্পতিবার (২৫ মে) রাত সাড়ে ৯টার দিকে আন্ডারচর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ড বাংলাবাজার এলাকায় এ ঘটনা ঘটে। 

গুলিবিদ্ধ দুলাল আন্ডারচর ৪নং ওয়ার্ডের নুর ইসলামের ছেলে। অপর আহত হাসান পূর্ব মাইজচরা গ্রামের জুলু মিয়ার ছেলে। গুলিবিদ্ধ দুলালকে রাতেই উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে। 

আন্ডারচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুর রব জানান, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে আন্ডারচর ইউনিয়নের বর্তমান চেয়াম্যান জসিমের বাড়িতে একটি সালিশ করতে যান দুলাল মেম্বার। সেখানে থেকে সালিশ শেষে রাতে তিনি ও হাসান সহ তিনজন মোটরসাইকেল যোগে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেন। পথে তাদের মোটরসাইকেলটি বাংলাবাজারের পূর্ব পাশে জাকিরের বাড়ির সামনে পৌঁছলে কয়েকজন দূর্বৃত্ত তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। এতে দুটি গুলি দুলালের পিঠের বাম পাশে এবং ডান হাতে বিদ্ধ হয়। গুলি লাগে হাসানের গায়েও। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা প্রেরণ করে।

সুধারাম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান পাঠান বিষয়টি নিশ্চিত করে বলেন, গুলিতে আওয়ামী লীগ নেতা দুলাল পিঠের বাম পাশে এবং ডান হাতে গুলিবিদ্ধ হয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া করা হবে।

প্রতিনিধি/এইচই