জেলা প্রতিনিধি
২৬ মে ২০২৩, ০৭:১৫ এএম
বাগেরহাটে জমি অধিগ্রহণের চেক পাইয়ে দেওয়ার কথা বলে বিভিন্ন লোকের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে জিল্লুর রহমান মালঙ্গী (৪২) নামের এক ব্যক্তিকে আটক করেছে জেলা প্রশাসন।
বৃহস্পতিবার (২৫ মে) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় থেকে তাকে আটক করা হয়। পরে জেলা প্রশাসনের সহকারী কমিশনার রোহান সরকার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ৬ মাসের কারাদণ্ড দেন। দণ্ডিত জিল্লুর রহমান মালঙ্গী বাগেরহাটের রামপাল উপজেলা হোগলডাঙ্গা গ্রামের বাসিন্দা।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার রোহান সরকার বলেন, অহেতুক জেলা প্রশাসকের চত্বরে ঘোরা-ফেরা করছিল জিল্লুর রহমান মালঙ্গী। সন্দেহবশত তাঁকে জিজ্ঞাসা করলে তিনি অসংলগ্ন কথা বলেন। একপর্যায়ে অধিগ্রহণ হওয়া ভূমির মালিকদের টাকা পাইয়ে দেওয়ার নামে অর্থ নেওয়ার কথা স্বীকার করেন। পরে তাঁকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, খানহাজান আলী বিমান বন্দরের জমি অধিগ্রহণের চেক পাইয়ে দেওয়ার কথা বলে আল মিরন, কামাল হোসেনসহ অন্তত ৮ জনের কাছ থেকে বিভিন্ন অঙ্কের অর্থ হাতিয়ে নেন তিনি। এরপর থেকে চেক ও টাকা ফেরত না দেওয়ায় ভুক্তভোগীরা জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগও দিয়েছিলেন ক্ষতিগ্রস্তরা।
প্রতিনিধি/এইচই