images

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগ নেতা খুনের ঘটনায় মামলা 

জেলা প্রতিনিধি

২৫ মে ২০২৩, ০১:৫৪ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইকরাম এহমাদকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় মামলা হয়েছে।

নিহতের বাবা মাসুদ মিয়া আজ বৃহস্পতিবার (২৫ মে) সকালে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মামলাটি করেছেন।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) সোহরাব আল হোসাইন।

তিনি জানান, মামলায় আটক রায়হানকে একমাত্র আসামি করা হয়েছে।

উল্লেখ্য, বুধবার (২৪ মে) সন্ধ্যায় জেলা শহরের মুন্সেফপাড়ায় ছাত্রলীগের সাবেক নেতা রিদোয়ান আনসারী রিমোর বাসায় এ হত্যার ঘটনা ঘটে। ঘটনার পরপরই অভিযুক্ত রায়হানকে আটক করে পুলিশ। রায়হান ঢাকার বংশাল এলাকার জিয়াউল করিমের ছেলে।

পুলিশ জানায়, রায়হান মুন্সেফপাড়ায় তার মামার বাসায় থাকতেন। ইকরামও সেই বাড়িতে আসা-যাওয়া করতেন। তারা দুজন মিলে একটি মোটরসাইকেল চালাতেন। ঘটনার দিন সন্ধ্যায় রায়হানের কাছে সেই মোটরসাইকেলের চাবি চান ইকরাম। কিন্তু রায়হান চাবি না দেওয়ায় দুজনের মধ্যে বাক‌বিতণ্ডা হয়। একপর্যায়ে ইকরামকে ছুরিকাঘাত করেন রায়হান। পরে তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই পুলিশ রায়হানকে আটক করে।

টিবি