জেলা প্রতিনিধি
২১ মে ২০২৩, ০৯:৪৭ পিএম
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার ফুটবল খেলার মাঠে বজ্রপাতে পলাশ ও তোয়াসিন নামে দুজনের মৃত্যু হয়েছে।
রোববার (২১ মে) বিকেলে সাড়ে চারটার দিকে ইউনিয়নের শান্তিপুর গ্রামের সামনে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার জয়শ্রী ইউনিয়নে হরিপুর গ্রামের শফিকুলের ছেলে পলাশ (১৫) ও শান্তিুপুর গ্রামের শামসুল হকের ছেলে তোয়াসিন (২২)।
স্থানীয় সূত্রে জানা যায়, জয়শ্রী ইউনিয়নে ওইদিন বিকেলে শান্তিপুর গ্রামের সামনে খেলার মাঠে হরিপুর বনাম শান্তিপুর গ্রামের ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। এতে হরিপুর গ্রামের শফিকুলের ছেলে পলাশ ও শান্তিুপুর গ্রামের শামসুল হকের ছেলে তোয়াসিন দু’পক্ষের হয়ে খেলছিল। এসময় হঠাৎ বজ্রপাত দু’জনেই গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করে।
জয়শ্রী ইউপি চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রতিনিধি/এসএস