জেলা প্রতিনিধি
২১ মে ২০২৩, ০৮:১৭ পিএম
আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা উপলক্ষে আগামীকাল সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত শরীয়তপুর-ঢাকা রুটসহ সব রুটে গণপরিবহন বন্ধ থাকবে।
এসময় শরীয়তপুর জেলার অভ্যন্তরে, শরীয়তপুর থেকে ছেড়ে যাওয়া ও শরীয়তপুরের উদ্দেশে ছেড়ে আসা সকল বাস বন্ধ থাকবে।
রোববার (২১ মে) বিকেলে শরীয়তপুর আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি ফারুক আহম্মেদ চৌকিদার ঢাকা মেইলকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, প্রতি বছরের ন্যায় এবছরও বার্ষিক সাধারণ সভার তারিখ নির্ধারণ করা হয়েছে। বাৎসরিক হিসাব ও নির্বাচনের তারিখ নির্ধারণ করতেই মূলত সভা ডাকা হয়েছে। ১০ দিন আগে ঠিক করা হয়েছিল সাধারণ সভার তারিখ।
সভা উপলক্ষে সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত শরীয়তপুর টু ঢাকা, ঢাকা টু শরীয়তপুর, শরীয়তপুর টু মাদারীপুর, মাদারীপুর টু শরীয়তপুর, শরীয়তপুর টু বেনাপোল ও বেনাপোল টু শরীয়তপুরসহ সকল রুটে বাস চলাচল বন্ধ থাকবে।
সভা শেষে নিয়মিত রুটিনের মতো যাত্রী নিয়ে চলাফেরা করবে সব গণপরিবহন।
তবে শরীয়তপুরের অভ্যন্তরে সিএনজি, অটোরিকশা দিয়ে চলাচল করতে পারবেন যাত্রীরা। ভাড়া প্রতিদিনের মতো স্বাভাভিক থাকবে বলে জানিয়েছে সিএনজি ও অটোরিকশা শ্রমিক ইউনিয়নের নেতারা।
প্রতিনিধি/এসএস