জেলা প্রতিনিধি
০৩ এপ্রিল ২০২২, ০৩:০০ পিএম
ভৌগোলিক অবস্থানের উপর ভিত্তি করে বিশ্বের বিভিন্ন এলাকায় সেহরি ও ইফতারের সময়সূচিতে ভিন্নতা আসে। সেটি দেশ থেকে দেশ ভিন্ন হতে পারে আবার একই দেশের ভেতর বিভিন্ন এলাকার সময়সূচিতেও ভিন্নতা আসতে পারে। তেমনি বাংলাদেশেও বিভিন্ন জেলায় সেহরি ও ইফতারের সময়সূচিতে তারতম্য ঘটে।
বিশ্বব্যাপি মুসলিম সম্প্রদায়ের পবিত্র মাস রমজান শুরু হয়েছে শনিবার। সেইমতে বাংলাদেশের সকল জেলায় আজ শুরু হয়েছে পবিত্র রোজার মাস। এ বছরের সেহরি ও ইফতারের সময়সূচিতে দেখা গেছে— ঢাকার চেয়ে ১২ মিনিট বেশি সময় রোজা রাখবেন দেশের প্রান্তিক জেলা পঞ্চগড়ের মানুষ।
আজ রোববার (৩ এপ্রিল) প্রথম রোজার সেহরি ও ইফতারের সময়সূচি অনুযায়ী ঢাকায় সেহরির শেষ সময় ছিল ৪.২৭ টা। ঢাকায় আজ ইফতার হবে ৬.১৯-এ। এদিকে পঞ্চগড়ে আজ সেহরির শেষ সময়ে ঢাকার সাথে মিল (৪.২৭টা) থাকলেও ইফতার হবে ৬.৩১-এ। সেই হিসেবে ঢাকার চেয়ে ১২ মিনিটি বেশি রোজা রাখছেন এ জেলার মানুষ।
বিষয়টি নিয়ে কথা হয় পঞ্চগড়ের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সাথে। এ জেলার অনেক মানুষই— পাথর ভাঙা, প্রক্রিয়াকরণ, চা বাগানে পরিচর্যার কাজ, চা-পাতা সংগ্রহ, চা কারখানায়, ভবন নির্মাণ ও কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করেন। এই গরমে খেটে খাওয়া নিম্ন আয়ের এসব মানুষদের জন্য রোজা রাখাটা একটু বেশিই কষ্টকর।
তেঁতুলিয়া সদর ইউনিয়ন এলাকার পাথর শ্রমিক জাফর আলী বলেন, রোজার মাসে অভাবের সংসারে অল্প মজুরি দিয়ে জীবন নির্বাহ করতে হয়। তার ওপর রমজান মাসে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম নাগালের বাহিরে। কী আর করার আছে। যা আয় হয় তা দিয়ে পরিবার পরিজন নিয়ে কোন মতে কষ্ট করে রোজা পালন করতে হবে।
পাথরের বেলচা মারার কাজ করেন রাজা হোসেন। তিনি বলেন, বর্তমানে দৈনিক হাজিরা হিসেবে কাজ করছি। রমজানে রোজা রেখে ক্লান্ত শরীরে কোনমতে ধৈর্য সহকারে কাজ করছি।
আবদুল খালেক নামের এক চা শ্রমিক বলেন, বর্তমানে বাগানগুলোতে সার, পানি দিতে হচ্ছে। রোজা রেখে বাগানে কাজ করছি। শুনেছি এবার নাকি রোজা সময় দীর্ঘ হবে। আল্লাহর রহমতে কষ্ট হলেও রোজা করতে হবে।
কথা হয় রাজমিস্ত্রী আকতার হোসেনের সঙ্গে। কাজ না পাওয়াতে তার চোখেমুখে চিন্তার ভাঁজ। কাজ না পেলে ৫ জনের সংসার কীভাবে চলবে এই চিন্তায় তিনি অস্থির।
মহানন্দা নদীতে পাথর তোলার কাজ করে শ্রমিক শুভ আলী। বিগত কয়েকদিন থেকে পাথর উত্তোলন বন্ধ থাকায় বিপাকে পড়েছেন। ‘এভাবে আর কতদিন চলবে?’ এমন প্রশ্ন ছুঁড়ে দিয়ে তিনি বলেন, ‘গত কয়েক দিন ধরে মহানন্দা নদীতে পাথর তুলতে না পারায় বসে আছি। রমজান মাসে কীভাবে পরিবার পরিজন নিয়ে চলবো একমাত্র আল্লাহ তায়ালা জানেন।’
ইসলামিক ফাউণ্ডেশন পঞ্চগড়ের উপপরিচালক মো. শামীম সিদ্দিক বলেন, মহান আল্লাহ তায়ালাকে রাজি-খুশি করার জন্য সিয়াম পালন করে থাকেন ধর্মপ্রাণ মুসলমানরা। দেশের অন্যান্য অঞ্চলের চেয়ে পঞ্চগড়বাসী দীর্ঘ সময় রোজা পালন করেন। ভৌগোলিক অবস্থানের উপর নির্ভর করে কম বা বেশি সময় ধরে রোজা রাখেন বিশ্বের বিভিন্ন দেশের মুসলিমরা। একই কারণে বাংলাদেশের বিভিন্ন জেলা ও উপজেলায় কম বা বেশি সময় ধরে রোজা রাখতে হয়। সেজন্য রোজা রাখার সময়ের পার্থক্য হয়ে থাকে।
এএ