images

সারাদেশ

সেন্টমার্টিন-মহেশখালীতে বৃষ্টিসহ দমকা হাওয়া

জেলা প্রতিনিধি

১৪ মে ২০২৩, ০৮:০৯ এএম

অতি প্রবল ঘূর্ণিঝড় মোখা আরও শক্তিশালী হয়ে উপকূলের দিকে ধেয়ে আসছে। এরই মধ্যে বাংলাদেশের উপকূলে ঘূর্ণিঝড় মোখার অগ্রভাগের প্রভাব শুরু হয়েছে। মোখার প্রভাবে কক্সবাজার শহর, টেকনাফ, সেন্টমার্টিন, মহেশখালী ও কুতুবদিয়ায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়েছে। সেই সঙ্গে রয়েছে দমকা হাওয়াও।

শনিবার (১৩ মে) দিবাগত মধ্যরাত থেকে চট্টগ্রাম ও বরিশাল বিভাগের উপকূলে মোখার অগ্রভাগের প্রভাব শুরু হয়েছে।

রোববার (১৪ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন।

সেন্টমার্টিনের বাসিন্দা আবুল কাশেম  জানান, ঘূর্ণিঝড় মোখার প্রভাবে সেন্টমার্টিনে থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। সেই সঙ্গে রয়েছে দমকা হাওয়া।

মহেশখালীর বাসিন্দা শামসুল আলম রনি বলেন, বৃষ্টি ও বাতাস হচ্ছে সামান্য। হয়তো তা দুপুরের দিকে বাড়তে পারে।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বিশেষ পূর্বাভাসে বলা হয়েছে, রোববার (১৪ মে) সকাল ৯টা থেকে বিকেল ৩টার মধ্যে ঘূর্ণিঝড়টি কক্সবাজার-উত্তর এবং মিয়ানমার উপকূল অতিক্রম করতে পারে।

টিবি