images

সারাদেশ

বরগুনায় সাধারণ মানুষের নিরাপত্তায় নিয়োজিত থাকবে পুলিশ

জেলা প্রতিনিধি

১৩ মে ২০২৩, ০৬:০৭ পিএম

দক্ষিণাঞ্চলের উপকূলীয় জেলা বরগুনায় ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবেলায় সকল উপজেলার পুলিশ ফাঁড়ি ও থানার অস্ত্র ও গুলিসহ সাধারণ মানুষের নিরাপত্তায় সতর্ক থাকবে বরগুনার পুলিশ।

শনিবার (১৩ মে) জেলা প্রশাসকের কার্যালয় সুবর্ণজয়ন্তী হলরুমে বরগুনা জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আলোচনা সভায় একথা বলেন বরগুনার পুলিশ সুপার মো. আব্দুস ছালাম।

পুলিশ সুপার আ. ছালাম বলেন, বরগুনায় প্রায় স্থানেই থানা ও ফাঁড়ির ভবনের অবস্থা  অবকাঠামো দিক থেকে তেমন ভালো নয়। ঘূর্ণিঝড়ের সময় ওইসব থানা ও ফাঁড়ির অস্ত্র ও গুলির নিরাপত্তা নিশ্চিত করে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তায়ও কাজ করবে পুলিশ। জরুরি প্রয়োজনে পুলিশের সহযোগিতা পেতে জেলার প্রতিটি থানা ও ফাঁড়িতে কন্ট্রোল রুম চালু রাখা হয়েছে।

তিনি আরও বলেন, ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দারা নিরাপদ আশ্রয়ে গেলে কিছু অসাধুচক্র তাদের ফাঁকা বাড়িঘরে যাতে লুটপাট চালাতে না পারে সেজন্য আমাদের পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। এছাড়া আশ্রয়কেন্দ্রের নিরাপত্তাসহ সব ধরনের কাজে আমরা সচ্ছল রয়ে। 

প্রতিনিধি/একেবি