জেলা প্রতিনিধি
১২ মে ২০২৩, ০৯:০৩ পিএম
লক্ষ্মীপুরে বাড়ির চলাচলের পথ নিয়ে দ্বন্দ্ব জেরে ছোট ভাই মো. মুরাদ হোসেনের ধাক্কায় বড় ভাই শাহাদাৎ হোসেনের (৬৫) মৃত্যুর অভিযোগ উঠছে। ঘটনার পর থেকে অভিযুক্ত মুরাদ পলাতক রয়েছে।
শুক্রবার (১২ মে) বিকেলে পৌরসভার (১২নং ওয়ার্ড) লাহারকান্দি (বাইশ মারা) এলাকার আবদুল মজিদ খন্দকার বাড়ীতে এ ঘটনা ঘটে।
নিহত শাহাদাৎ হোসেন লাহারকান্দি গ্রামের মৃত আবুল বাশারের বড় ছেলে। পেশায় (গাছ) ব্যবসায়ী ও ৩ সন্তানের জনক। অভিযুক্ত মুরাদ তার ছোট ভাই।
নিহতের স্ত্রী রোকসানা ইয়াসমিন জানান, দুপুরে বাড়ীর চলাচলপথ নিয়ে তার স্বামী ও ছোট দেবর মুরাদের সঙ্গে তর্কবিতর্ক হয়। একপর্যায়ে মুরাদ তার বড়-ভাই শাহাদাৎকে ধাক্কা দিলে, সেই মাটিতে লুটিয়ে পড়ে। সেখান থেকে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আমার চোখের সামনে মুরাদ আমার স্বামীকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এবং ছেলে কাঠের টুকরো দিয়ে আঘাত করে। আমার স্বামী দুপুরে পাশে বাড়ি থেকে বিয়ে দাওয়াত খেয়ে এসেছে। সেই সম্পন্ন সুস্থ ছিলো। আমি আমার স্বামীর হত্যাকারীর বিচার চাই।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক কমলা শীষ রায় জানান, মারামারির ঘটনায় শাহাদাৎ নামে এক ব্যক্তি হাসপাতালে আমরা মৃত পাই। ময়নাতদন্তের পর জানা যাবে মৃত্যুর সঠিক কারণ।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন ঢাকা মেইলকে জানান, দুই ভাইর মারামারির খবর পেয়ে আমরা হাসপাতাল ও ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। বিস্তারিত জেনে আমরা আইনগত ব্যবস্থা নিব।
প্রতিনিধি/ এজে