images

সারাদেশ

ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবিলায় ফুলছড়িতে প্রস্তুতি সভা

জেলা প্রতিনিধি

১২ মে ২০২৩, ০৮:১৩ পিএম

ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবিলায় গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ মে) উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। 

ফুলছড়ি উপজেলা পরিষদ হলরুমে এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জিএম সেলিম পারভেজ। 

এসময় বক্তব্য দেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আলাউদ্দিন, থানার ওসি রজব আলী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আনজু মনোয়ারা বেগম মেরী, পিআইও শহিদুজ্জামান শামীম, পল্লী উন্নয়ন কর্মকর্তা সোহেল রানা, ইউপি চেয়ারম্যান আজহারুল হান্নান, খোরশেদ আলী প্রমুখ। 

বক্তারা বলেন, ঘূর্ণিঝড় মোখা এটি নদীবেষ্টি ফুলছড়িতে প্রভাব ফেলতে পারে। সেটি মোকামিলায় সবধরনের প্রস্তুতি থাকতে হবে। সেই সঙ্গে আগাম বন্যা ও নদী ভাঙনে ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে প্রস্তুতি গ্রহণ ও তা বাস্তবায়ন করতে হবে।

প্রতিনিধি/ এজে