images

সারাদেশ

মধুমতী এনজিওর কাছে পাওনা ১০৫ কোটি টাকা ফেরতের দাবি

জেলা প্রতিনিধি

০৮ মে ২০২৩, ০৫:২৭ পিএম

চাঁপাইনবাবগঞ্জে প্রতারণা করে ৩৫ হাজার গ্রাহক থেকে আত্মসাত করা ১০৫ কোটি টাকা ফেরতের দাবিতে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করেছে মধুমতি সমাজ উন্নয়ন সংস্থার গ্রাহক ও কর্মীরা।

সোমবার (৮ মে) দুপুর সাড়ে ১২টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় ও পুলিশ সুপারের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করেন প্রতারিত হওয়া গ্রাহক ও কর্মীরা।

বিক্ষোভ সমাবেশে প্রতারিত গ্রাহকরা বলেন, আমাদের চোখের পানির কি কোনো মূল্য নেই, আমাদের প্রতি আপনাদের কি একটু দয়াময় হয় না? এতগুলো মানুষের ১০৫ কোটি টাকা আত্মসাৎ করে যারা ঘরে বসে আছে, তাদের বিরুদ্ধে কেন কোনো ব্যবস্থা নেওয়া হবে না আমরা জানতে চাই। আমরা কোথায় যাব? কি করব? কি করলে টাকা পাব আমরা জানতে চাই। আমরা আজ এ টাকার জন্য সংসার হারাতে বসেছি। এতোগুলো মানুষ সবাই মিলে আমরা জীবন দিলে কি আপনাদের টনক নড়বে? এসময় গ্রাহকরা ভুয়া এনজিওর মালিক ও টাকা আত্মসাতকারীদের বিরুদ্ধে করা কয়েকটি মামলার আসামিদের গ্রেফতার করে তাদের টাকা ফেরতের দাবি জানান।

NGO

গ্রাহক ও কর্মীরা আরও জানান, মধুমতি গ্রুপের এমডি মাসুদ রানা গত বছরের নভেম্বর মাসের ১৭ তারিখ গোমস্তাপুরে অস্ত্রসহ পুলিশের হাতে গ্রেফতার হন। এরপর থেকেই তার আপন ভাই ফারুক আহমেদসহ পরিবারের সদস্যরা গ্রাহকের টাকা নিয়ে আত্মগোপনে রয়েছে। এখন পর্যন্ত তাদের বিরুদ্ধে আদালতে পাঁচটি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

পরে পুলিশ সুপার ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রতারক চক্রের সকল সদস্যকে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার ও সুষ্ঠ বিচারের আশ্বাস দিলে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ প্রত্যাহার করা হয়।

প্রতিনিধি/এসএস