images

সারাদেশ

সোনাগাজীতে ভূমি বিরোধের জের ধরে হামলায় নিহত ১

জেলা প্রতিনিধি

০৫ মে ২০২৩, ১০:৪১ পিএম

ফেনীর সোনাগাজীতে ভূমি বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ মে) দুপুরের দিকে উপজেলার মনগাজী বাজার থেকে ছড়াইতকান্দির বাড়িতে যাওয়ার পথে এ হামলার ঘটনা ঘটেছে।

নিহত ব্যক্তির নাম মিজানুর রহমান (৪০)। তিনি সোনাগাজী সদর ইউনিয়নের ছাড়াইতকান্দি গ্রামের কালা সোবাহানের বাড়ীর বাসিন্দা। একই ঘটনায় নিহতের অপর দুই ভাই আবু তৈয়ব (৪৫) ও  আবদুল হাই (৪৮) কে গুরুতর জখম অবস্থায় ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।


ক্ষতিগ্রস্থ পরিবার ও স্থানীয় লোকজন সূত্রে জানা গেছে,  শুক্রবার  দুপুর ১২টার দিকে মনগাজী বাজার থেকে বাড়ীতে আসার সময় পূর্ব বিরোধের জের ধরে পূর্ব পরিকল্পিত ভাবে মিজানুর রহমান (৪০) আবু তৈয়ব (৪৫) ও  আবদুল হাই (৪৮) এর উপর লোহার রড, ছুরি ও লাঠিসোটা নিয়ে অতর্কিত হামলা চালায় প্রতিপক্ষের ১০/১২ জনের একটি দল। পরে স্থানীয়রা আহত অবস্থায় ৩ ভাইকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক মিজানুর রহমানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধিন অবস্থায় মিজানুর রহমান মারা যায়।

নিহতের শ্যালক আবদুর রহিম ও ভাবী রাসেদা খানম সহ স্থানীয়রা জানান,  ভূমি বিরোধ নিয়ে চলমান মামলায় নিহত মিজানদের পক্ষে রায় দেন আদালত।  এতে ক্ষিপ্ত হয়ে প্রতিশোধ নিতে প্রতিপক্ষের সবুজ, জসিম, আজগর, জাকার,বাবলু, মামুন, আবদুল গনী খোকন, সাহাব উদ্দিন, শরীফসহ অজ্ঞাত আরও ৫/৬ জন হামলা চালায়। 

স্থানীয় সোনাগাজী সদর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সদস্য আবদুল সালাম বলেন, এদের ভূমি বিরোধ সংক্রান্ত বিষয়ে আমরা সামাজিক ভাবে বৈঠক করেছিলাম। কোন সমাধান না হওয়ায় উভয় পক্ষ আদালতে গিয়েছিলো। আজ শুনেছি মারামরি করে একজন খুন হয়ে গেছে। বিষয়টা খুবই দুঃখ জনক।  

সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ মো. খালেদ হোসেন জানান, মিজান নামে এক ব্যক্তির মৃত্যুর বিষয়টি জেনেছি। তবে এখনও পর্যন্ত কেউ মামলা করেনি। বিষয়টি আমরা অতি গুরুত্বের সঙ্গেই দেখছি।

প্রতিনিধি/ এজে