images

সারাদেশ

বগুড়ায় ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু

জেলা প্রতিনিধি

২৯ এপ্রিল ২০২৩, ০৯:৫০ এএম

images

বগুড়ার শারিয়াকান্দিতে ছেলের লাঠির আঘাতে আহত কাজলী বেগম ওরফে ময়না বেগমের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ এপ্রিল) বেলা ১১টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে, বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে। 

৭০ বছর বয়সী ময়না বেগম শারিয়াকান্দি উপজেলার কুতুবপুর ইউনিয়নের বড় কুতুবপুর গ্রামের মৃত সিদ্দিক প্রামানিকের স্ত্রী।

স্থাানীয় এলাকাবাসী জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে ময়নার ছোট ছেলে মোমিন মিয়া (৪২) তার মেয়ে মৌসুমিকে শাসন করতে লাঠি হাতে নিয়ে তাড়া করে। এ সময় নাতনিকে বাঁচাতে ময়না বেগম এগিয়ে আসলে মোমিন তার হাতে থাকা লাঠি দিয়ে তার মায়ের মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা ময়নাকে উদ্ধার করে কুতুবপুর বাজারের একজন গ্রাম্য চিকিৎসকের কাছে নিয়ে যায়। 

চিকিৎসক ময়নার মাথায় ৭টি সেলাই দিয়ে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ময়না মারা যান।

শারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী জানান, ভুক্তভোগীর পরিবার তথ্য গোপন করতে লাশ তার বাবার বাড়িতে নিয়ে দাফনের চেষ্টা করছিল। এরপর খবর পেয়ে লাশ তার বাবার বাড়ি একই ইউনিয়নের শোলারতাইড় গ্রাম থেকে উদ্ধার করা হয়।

শনিবার সকালে ময়নাতদন্তের জন্য বগুড়া শজিমেকে পাঠানো হবে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। 

প্রতিনিধি/এইচই