জেলা প্রতিনিধি
১২ এপ্রিল ২০২৩, ০৩:৩৪ পিএম
নাটোরে ৬ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগ উঠেছে খালাতো ভাইয়ের বিরুদ্ধে।
মঙ্গলবার (১১ এপ্রিল) দুপুর১২টার দিকে সদর উপজেলার তেগাছি এলাকায় এই ঘটনা ঘটে।
বুধবার (১২ এপ্রিল) ১২টায় নাটোর সদর থানার উপ-পরিদর্শক আফজাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এই রিপোর্ট লেখা পর্যন্ত থানায় অভিযোগ দায়ের করা হয়নি।
অভিযুক্ত সাজু (১৫) উপজেলার একই গ্রামের শরিফুল ইসলামের ছেলে।
নাটোর সদর থানার উপ-পরিদর্শক আফজাল বলেন, মঙ্গলবার দুপুরে নাটোর সদর উপজেলার তেগাছি এলাকায় ওই শিশু টেলিভিশন দেখার জন্য তার খালাতো ভাই সাজুর বাসায় যায়। এক পর্যায়ে সাজু ওই শিশুকে বলাৎকার করে এমন অভিযোগ করা হচ্ছে। ঘটনার পর ওই শিশু বাড়ি এসে তার পরিবারের কাছে বিষয়টি জানায়। পরে শিশুকে বুধবার সকাল ১০টার দিকে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা তার স্বাস্থ্য পরীক্ষা করেছেন।
নাটোর সদর হাসপাতালের তত্বাধায়ক পরিতোষ কুমার বলেন, হাসপাতালে নেওয়ার পর ভুক্তভোগী শিশুকে চিকিসৎকরা পরীক্ষা করেছেন। রিপোর্ট এলে এ বিষয়ে কিছু বলা যাবে।
উপ-পরিদর্শক আফজাল আরও বলেন, এই ঘটনায় থানায় এখনও কেউ অভিযোগ করেনি। অভিযুক্ত সাজুকে জিজ্ঞাসাবাদের জন্য আটকের চেষ্টা চলছে। তাকে জিজ্ঞাসাবাদ করার পর বিস্তারিত জানা যাবে।
প্রতিনিধি/এসএস