জেলা প্রতিনিধি
৩১ মার্চ ২০২৩, ০৭:১১ এএম
‘হুইল চেয়ারডা পাইয়া (পেয়ে) বহুত উপকার অইলো (হলো)। এহন (এখন) আর কষ্ট কইরা সারাদিন হুইয়া (শুয়ে) থাকবার লাগবো না। চেয়ারে বইয়া (বসে) ঘুরাফেরা করবার পাইমু। আল্লাহর কাছে পুনাইডার (যিনি হুইলচেয়ার দিয়েছেন) লাইগা দোয়া করি।’
এভাবে বলছিলেন জমির উদ্দিন পেংকু। তার বাড়ি শেরপুরের পৌর এলাকার মোবারকপুর মহল্লায়।
‘বাপু, এডা হুইল চেয়ার অইলে খুউব উপকার অইতো’ শিরোনামে গতকাল বৃহস্পতিবার (৩০ মার্চ) ঢাকা মেইল সংবাদ প্রকাশ করে। সংবাদটি শেরপুরের নারী উদ্যোক্তা জেরিন বুটিকসের স্বত্বাধিকারী সানজিদা জেরিনের দৃষ্টিগোচর হয়। পরবর্তীতে তিনি প্রতিবেদক ও সংবাদে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন। যোগাযোগ করে জমির উদ্দিনের জন্য একটি হুইল চেয়ার উপহার পাঠান।
বৃহস্পতিবার রাতে হুইল চেয়ারটি হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন শেরপুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা আবু লায়েস মুহাম্মদ বজলুল করিম বাপ্পি, সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটির জেলা সভাপতি আলমগীর আল আমিন, মোবারকপুর কল্যাণ সংস্থার সভাপতি এমদাদুল হক মিলন, সহ-সভাপতি রবিউল ইসলাম, কোষাধ্যক্ষ শহীদুল ইসলাম, নির্বাহী সদস্য ইশতিয়াক আহম্মেদ জনি, সদস্য মিসকিন মিয়া, আখের মামুদ বাজার জামে মসজিদের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মশো, আখের মামুদ দারুল উলুম নূরানী হাফেজীয়া মাদরাসার কোষাধ্যক্ষ জিয়াউর রহমান প্রমুখ।
সানজিদা জেরিন বলেন, আমি ঢাকা মেইলে সংবাদটি পড়ে প্রতিবেদক ও আখের মামুদ দারুল উলুম নূরানী হাফেজীয়া মাদরাসার কোষাধ্যক্ষের সঙ্গে যোগাযোগ করি। তারপর জমির উদ্দিনের জন্য ভালো মানের একটা হুইল চেয়ার উপহারের ব্যবস্থা করি। এমন মহৎ কাজে পাশে থাকতে পেরে ভালো লাগছে। পাশাপাশি ঢাকা মেইলকে ধন্যবাদ, এমন মানবিক সংবাদ তুলে ধরার জন্য।
প্রতিনিধি/এইচই