জেলা প্রতিনিধি
২৭ মার্চ ২০২২, ০১:২৯ পিএম
ময়মনসিংহের নান্দাইলে মাহফুজুর রহমান সাজিদ (১৬) নামে এক মাদরাসা শিক্ষার্থীকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। রোববার (২৬ মার্চ) রাতে উপজেলার জাহাঙ্গীরপুর রহিমপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সাজিদ ওই গ্রামের মৃত সাহাব উদ্দিনের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, বড় ভাই শুভ চিকিৎসার জন্য কিশোরগঞ্জের হোসেনপুর খালার বাড়িতে এবং তার মা বাকচাঁন্দা গ্রামে বাবার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। ঘটনার রাতে সাজিদ বাড়িতে একা অবস্থান করছিল। এ সুযোগে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে বিছানার ওপর ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা সকালে বিষয়টি টের পেয়ে থানায় খবর দিলে লাশটি উদ্ধার করে পুলিশ।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে নান্দাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান আকন্দ বলেন, ঘরে লুটপাট বা চুরি হওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি। হত্যার কারণ জানতে তদন্ত চলছে।
এইউ