images

সারাদেশ

জীবননগরে ৬টিতে নৌকা ও আলমডাঙ্গার ২টিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী

জেলা প্রতিনিধি

১৭ মার্চ ২০২৩, ০৯:২০ এএম

চুয়াডাঙ্গার জীবননগর ও আলমডাঙ্গা উপজেলার ৮টি ইউনিয়নে ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়েছে। এ দুটি উপজেলার ৮টি ইউপি নির্বাচনে ৬ জন বিজয়ী হয়েছেন নৌকার প্রার্থী আর ২ জন স্বতন্ত্র প্রার্থী।

বৃহস্পতিবার (১৬ মার্চ) রাতে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা বেসরকারিভাবে এ ফল ঘোষণা করেন।

এর আগে, সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে ইউনিয়ন পরিষদের নির্বাচনের এ ভোটগ্রহণ। আলমডাঙ্গা উপজেলার ২টি ইউনিয়নে চেয়ারম্যান পদে সর্বমোট ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেছেন এবং জীবননগর উপজেলার ৬টি ইউনিয়নে চেয়ারম্যান পদে সর্বমোট ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেছেন। 

আলমডাঙ্গা উপজেলার আইলহাঁস ইউনিয়নে ৩ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করছেন তার মধ্যে চশমা প্রতীক নিয়ে ৪ হাজার ৬শ ৫ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন মিনাজ উদ্দীন, তার নিকটতম প্রার্থী জাহিদুল ইসলাম বাদল নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৪ হাজার ১শ ৫০ ভোট। নাগদাহ ইউনিয়নে ৯ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করছেন তার মধ্যে চশমা প্রতীক নিয়ে ৪ হাজার ৮০ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন ইমতিয়াজ বিপুল জোয়ার্দ্দার। তার নিকটতম প্রার্থী হায়াত আলী নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ৫শ ২৭ ভোট। 

জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়নে ৩ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করছেন তার মধ্যে নৌকা প্রতীক নিয়ে ৬ হাজার ৩শ ৫ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন সোহরাব হোসেন খাঁন সুরোদ্দিন। তার নিকটতম প্রার্থী কামরুজ্জামান আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ৪শ ৯২ ভোট। কেডিকে ইউনিয়নে ইউনিয়নে ৩ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করছেন তার মধ্যে নৌকা প্রতীক নিয়ে ৭ হাজার ৬শ ৭৬ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন খায়রুল বাশার শিপলু, তার নিকটতম প্রার্থী তানভির হোসেন আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ১ হাজার ৬১ ভোট। উথলী ইউনিয়নে ৫ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করছেন তার মধ্যে নৌকা প্রতীক নিয়ে ৫ হাজার ৩শ ৬৮ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন আব্দুল হান্নান, তার নিকটতম প্রার্থী আফজালুল হক ধিরু আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৩ হাজার ৪শ ৫ ভোট। রায়পুর ইউনিয়নে ৫ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করছেন তার মধ্যে নৌকা প্রতীক নিয়ে ৩ হাজার ৫শ ৬২ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন তাহাজ্জত হোসেন মির্জা, তার নিকটতম প্রার্থী সাজ্জাদ হোসেন আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ১ হাজার ৬শ ৫২ ভোট। হাসাদাহ ইউনিয়নে ৬ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করছেন তার মধ্যে নৌকা প্রতীক নিয়ে ৬ হাজার ৪শ ৪৯ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন রবিউল ইসলাম (রবি বিশ্বাস), তার নিকটতম প্রার্থী সামছুল আলম আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ১ হাজার ৫শ ৬৫ ভোট। বাঁকা ইউনিয়নে ৬ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করছেন তার মধ্যে নৌকা প্রতীক নিয়ে ৫ হাজার ৭শ ২০ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন আব্দুল কাদের প্রধান, তার নিকটতম প্রার্থী হাফিজুর রহমান মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ৫শ ৩৪ ভোট।   

ভোটের ফলাফল নিশ্চিত করেছেন ইউনিয়ন পরিষদ নির্বাচনে রিটার্নিং অফিসার কামরুল হাসান।

প্রতিনিধি/এইচই