images

সারাদেশ

কচুয়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

জেলা প্রতিনিধি

১৩ মার্চ ২০২৩, ১০:৪৮ পিএম

images

বাগেরহাটের কচুয়ায় ১০ পিস ইয়াবাসহ আল-আমীন শেখ (২২) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৩ মার্চ) বেলা তিনটার দিকে কচুয়া উপজেলার খলিশাখালী এলাকা থেকে আল-আমিনকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম।

গ্রেফতার আল-আমিন উপজেলার বৈটপুর গ্রামের মোস্তফা শেখের ছেলে।

কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি খলিশাখালী এলাকায় মাদকের একটি চালান নিয়ে হাত বদলের অপেক্ষায় আছে আল-আমিন শেখ।

এসময় আল-আমিনের দেহ তল্লাশি করে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, আল-আমিনের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

প্রতিনিধি/এসএস