জেলা প্রতিনিধি
২৭ ফেব্রুয়ারি ২০২৩, ১২:২৬ পিএম
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশের জামালদী এলাকায় বাসের ধাক্কায় এক ব্যাটারিচালিত অটোরিকশার চালক নিহত হয়েছেন।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে বাস স্ট্যান্ড সংলগ্ন হামদর্দ বিশ্ববিদ্যালয়ের সামনে এই ঘটনা ঘটে।
গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এ.এস.এম রাশেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত অটোরিকশা চালকের নাম গোলজার হোসেন (২৮)। তিনি গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের বড় রায়পাড়া গ্রামের আব্দুল লতিফের ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ফাঁড়ির ইনচার্জ এ.এস.এম রাশেদুল ইসলাম জানান, অটোরিকশাটি নিয়ে তেতৈতলা হাস পয়েন্ট থেকে জামালদী বাস স্ট্যান্ড যাচ্ছিলেন গোলজার। পথিমধ্যে হামদর্দ বিশ্ববিদ্যালয়ের সামনে আসলে কুমিল্লা থেকে ঢাকাগামী মিয়ামি পরিবহনের এক যাত্রীবাহী বাস অটোরিকশাটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এর ফলে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। এ ঘটনায় গুরুতর আহত হন গোলজার। আহত অবস্থায় তাকে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
নিহতের লাশ বর্তমানে পুলিশ ফাঁড়িতে রয়েছে। ঘাতক বাসটিকে আটক করা হয়েছে তবে চালক ও হেলপার পালিয়ে গেছে। তাদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
টিবি