জেলা প্রতিনিধি
১০ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:৪৯ এএম
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) উপজেলার সোহাগ কমিউনিটি সেন্টারে বিদ্যুতের কাজ করার সময় এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম মো. রুবেল (৩৬)। তিনি উপজেলার সারোয়াতলী ইউনিয়নের হোরারবাগ এলাকার মৃত জাহেদুল হকের ছেলে। তাঁর দুই ছেলে রয়েছে বলে জানা গেছে।
কমিউনিটি সেন্টারের ম্যানেজার মো.রোকন জানান, রুবেল দীর্ঘদিন ধরে সোহাগ কমিউনিটি সেন্টারে ইলেক্ট্রিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন। বৈদ্যুতিক ত্রুটি সারানোর সময় বিদ্যুতায়িত হন রুবেল। তাঁকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সাবরিনা বলেন, রাত ৮ টার দিকে রুবেল নামের এক যুবককে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।
প্রতিনিধি/এইচই