images

সারাদেশ

ঠাকুরগাঁওয়ে পরীক্ষায় ফেল করায় কলেজছাত্রীর আত্মহত্যা

জেলা প্রতিনিধি

০৯ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:০২ এএম

ঠাকুরগাঁওয়ের হরিপুরে এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় আফরিন আক্তার নামে (১৮) এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

বুধবার (০৮ ফেব্রুয়ারি) দুপুরে আড়াইটায় নিজ বাড়িতে আত্মহত্যা করেন ওই ছাত্রী। হরিপুর উপজেলার গেদুড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের  আটঘোরিয়া গ্রামের জাবেদ আলীর মেয়ে। আফরিন এবার ডি.কে ডিগ্রী কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল।

বিষয়টি ঢাকা মেইলকে নিশ্চিত করেছেন হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম।

গেদুড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মঞ্জুর হক বলেন, মেয়েটির মা বাড়িতে নামাজ পড়ছিল। তার বাবা বাড়িতে ছিল না। সে রেজাল্ট শোনার পর বাসায় এসে গলায় উড়না দিয়ে ফ্যানের সাথে ফাঁস দেয়। পরে তার ছোট বোন গোসল করে রুমে গিয়ে দেখে সে ছটফট করে। তাকে নামানোর পর সে মারা যায়।

ওসি তাজুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মেয়েটি এইচএসসিতে অকৃতকার্য হয়েছে। সে কারণেই হয়তো আত্মহত্যা করেছে।

প্রতিনিধি/এএস