images

সারাদেশ

মহেশচন্দ্র ভট্টাচার্য বিদ্যাপীঠের প্রথমবারই চমৎকার সাফল্য

জেলা প্রতিনিধি

০৮ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৫২ পিএম

২০২২ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। এতে কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে প্রথমবারের মতো অংশ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের বিটঘর দানবীর মহেশচন্দ্র ভট্টাচার্য বিদ্যাপীঠের প্রথম ব্যাচের শিক্ষার্থীরা চমৎকার ফলাফল অর্জন করেছে। গেল বছরের নভেম্বর অনুষ্ঠিত পরীক্ষায় এ কলেজ থেকে অংশগ্রহণ করেছেন ৮৭ জন। এর মধ্যে পাশ করেছেন ৮৪ জন। ফলাফলে জিপিএ-৫ পেয়েছেন ১৭ জন শিক্ষার্থী। পাশের হার ৯৬.৫৫ শতাংশ।

প্রথম বছরে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় অংশ নিয়ে অভাবনীয় ফলাফল অর্জনে সন্তোষ প্রকাশ করেছেন বিটঘর দানবীর মহেশচন্দ্র ভট্টাচার্য বিদ্যাপীঠের প্রতিষ্ঠাতা মো. মুনতাসির মহিউদ্দিন অপু। তিনি কলেজের অধ্যক্ষ-উপাধ্যক্ষসহ পরিচালনা পর্ষদ ও শিক্ষকমন্ডলী, কর্মচারী ও শিক্ষার্থীদের আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।

প্রতিনিধি/একেবি