images

সারাদেশ

তেঁতুলিয়ায় মুগ্ধতা ছড়াচ্ছে টিউলিপ, দর্শনার্থীর ভিড়

জেলা প্রতিনিধি

০৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:১৯ এএম

সারি সারি নানা রঙের টিউলিপ ফুল মোহনীয়ভাবে ফুটে আছে। দেখলেই মন জুড়িয়ে যাচ্ছে। টিউলিপ ফুলের অনিন্দ্য সৌন্দর্য উপভোগে দর্শনার্থীদের মাঝে মুগ্ধতা ছড়াচ্ছে। তেতুলিয়ার টিউলিপ ফুলের রাজ্যে প্রতিদিন বেড়াতে আসছেন অগণিত ফুলপ্রেমী মানুষ।

মূলত শীতপ্রধান দেশগুলোতে সাধারণত টিউলিপ উৎপাদন বেশি হয়। তবে এখন আর টিউলিপ ফুলের রূপ দর্শনে বিদেশে যেতে হবে না! চাইলে দেশেই ঘুরতে যেতে পারবেন টিউলিপ ফুলের অন্য এক রাজ্যে। তাও আবার উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা সদরের দর্জিপাড়া গ্রামে।

বাংলাদেশের বিভিন্ন স্থানেই এখন চাষ হচ্ছে টিউলিপের। বিদেশের এই ফুল এখন মুগ্ধতা ছড়াচ্ছে বাংলাদেশের বিভিন্ন আনাচে-কানাচে। ঢাকার গাজীপুর থেকে শুরু করে যশোরের গদখালি এমনকি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় এখন দেখতে পাবেন টিউলিপ ফুলের সর্ববৃহৎ বাগান।

Tulip

টিউলিপ ফুল ব্যাপকভাবে উৎপাদিত হয় নেদারল্যান্ডসে। টিউলিপকে নিয়েই সেখানে গড়ে উঠেছে শিল্প। তাই দেশটি প্রতিবছর পালন করে টিউলিপ উৎসব। আর তুরস্কের জাতীয় ফুলও এই টিউলিপ।

টিউলিপের সৌন্দর্যে মুগ্ধ হয়ে দেশের বিভিন্ন এলাকা থেকে দর্শনার্থীরা ভিড় করছেন তেঁতুলিয়ার টিউলিপ রাজ্যে। আগত দর্শনার্থীরা বাহারি রঙের টিউলিপের মধ্যে দাঁড়িয়ে সেলফি ও ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়ছেন।

প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত নানা বয়সী নারী-পুরুষ ও শিশুরা সেই বাগানে টিউলিপ দর্শন করতে পারছেন। 

তেঁতুলিয়ার এবার ২০ জন নারী উদ্যেক্তা দুই একর জমিতে টিউলিপ চাষ করেছেন। এবার দশ রংয়ের টিউলিপ ফুটেছে তেঁতুলিয়ায়।

Tulip

ইউএসডিও সংস্থা ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর আর্থিক সহযোগিতায় পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার দর্জিপাড়া গ্রামে ২(একর) জমিতে টিউলিপ ফুলের চারা রোপণ করা হয়েছিল। তবে এবার বাগান বড় হওয়ায় ও দর্শনার্থীদের চাহিদা বাড়ায় প্রবেশ ফি নির্ধারণ করেছেন। সঙ্গে আছে নানা ধরনের বিধিনিষেধ। ৫০ টাকা টিকিট কেটে দর্শনার্থীরা টিউলিপ রাজ্যের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। টিউলিপের টপসহ চারা ২০০ টাকায় বিক্রি করছেন চাষিরা।

গত বছর শীত প্রধান অঞ্চলে এই ফুল তেঁতুলিয়ায় সৌন্দর্য ছড়িয়েছিল গাছে গাছে। সফল হওয়ার দাবি করেন চাষিরা। টিউলিপ দেখতে হাজার হাজার পর্যটক ছুটে আসেন তেঁতুলিয়ায়। ফুলের বিক্রিও নাকি ভালো হয়েছিল। গত বছরের অভিজ্ঞতা নিয়ে এবার আরও বড় পরিসরে টিউলিপ চাষ করা হয়েছে। এবার দুই একর জমিতে এক লাখ চারা বা বাল্ব রোপণ করা হয়েছিল। সংশ্লিষ্টরা বলছে, আবহাওয়া অনুকূলে থাকলে অনেক ফুল ফোটার সম্ভাবনা রয়েছে। 

Tulip

নতুন করে এবছরও তেঁতুলিয়া উপজেলার দর্জিপাড়া এলাকায় গড়ে তোলা হয়েছে এ্যগ্রো ট্যুরিজম। পর্যটকরা টিউলিপের সৌন্দর্য উপভোগের পাশাপাশি তারা যাতে অর্গানিক খাবার খেয়ে গ্রামীণ পরিবেশ উপভোগ করতে পারে এ জন্য কয়েকটি বাড়ি প্রস্তুত করা হয়েছে। টিউলিপ বিক্রির জন্যও নানা উদ্যোগ নেওয়া হয়েছে।

টিউলিপের প্রজাতি ও রংগুলো হচ্ছে- এন্টার্কটিকা (সাদা), ডেনমার্ক (কমলা ছায়া), লালিবেলা (লাল), ডাচ সূর্যোদয় (হলুদ), স্ট্রং গোল্ড (হলুদ), জান্টুপিঙ্ক (গোলাপী), হোয়াইট মার্ভেল (সাদা), মিস্টিক ভ্যান ইজক (গোলাপী), হ্যাপি জেনারেশন (সাদা লাল শেড) ও গোল্ডেন টিকিট (হলুদ)।

ইউএসডিও সংস্থার পরিচালক (প্রশাসন) ড. সেলিমা আক্তার বলেন, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর আর্থিক সহযোগিতায় পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার দর্জিপাড়া গ্রামে ২ (একর) জমিতে টিউলিপ ফুলের চারা রোপণ করা হয়েছিল।

Tulip

তিনি আরও বলেন, এবছর বাংলাদেশে সর্ববৃহৎ আকারে নেদারল্যান্ড এবং কাশ্মিরের আঙ্গিকে তৈরি করা হয়েছে বড় বাগান যা পর্যটকদের আকৃষ্ট করবে । তবে এরই মধ্যে ফুলে ফুলে সৌরভ ছড়ানো শুরু করেছে ভিনদেশি টিউলিপ। এখানে পর্যটকদের জন্য রয়েছে আবাসন ব্যবস্থা, স্যানিটেশন ব্যবস্থা, দেশীয় লাফারশাকের ঝোল আর শিতলের ভর্তা, হাঁসের মাংশ ভাত, দেশি মুরগি, নিরাপদ সবজিসহ থাকবে গাভীর খাটি দুধ ও দইসহ সব সুস্বাদু খাবারের ব্যবস্থা। টিউলিপ দিয়ে তৈরি করা হয়েছে বাংলাদেশের জাতীয় পতাকা । দর্জিপাড়া গ্রামের ২০ জন নারী উদ্যেক্তা তাদের কোমল হাতের পরশে রোপণ করেছেন ১০ রংঙ্গের টিউলিপ যা কৃষি ক্ষেত্রে বয়ে আনবে ব্যাপক সফলতা এবং এগ্রো-টুরিজোমের ক্ষেত্রে ভুমিকা রাখবে

উল্লেখ্য, টিউলিপ চাষ করতে সর্বোচ্চ ১৯ এবং সর্ব নিম্ন ৯ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা প্রয়োজন। তেঁতুলিয়া শীত প্রবণ অঞ্চল। বেশির ভাগ সময় এই অঞ্চলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করে। তাই এ অঞ্চল টিউলিপ চাষের জন্য উপযোগী। শীত প্রধান অঞ্চলের টিউলিপ ফুল। যার বৈজ্ঞানিক নাম ‘টিউলিপা'। 

Tulip

এটি নেদারল্যান্ডসের ফুল। যা অর্থনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ফুল উৎপাদনকারী উদ্ভিদ। এটি বাগানে কিংবা কাট ফ্লাওয়ার হিসেবে বাণিজ্যিক ভিত্তিতে চাষ করা হয়। ফুলদানিতে সাজিয়ে রাখার জন্য এর আবেদন অনন্য। বর্ষজীবী ও কন্দযুক্ত প্রজাতির এ গাছটি লিলিয়াসিয়ে পরিবারভুক্ত উদ্ভিদ। টিউলিপের প্রায় ১৫০ প্রজাতি এবং এদের অসংখ্য সংকর রয়েছে। বিভিন্ন ধরণের হাইব্রিডসহ টিউলিপের সকল প্রজাতিকেই সাধারণভাবে টিউলিপ নামে ডাকা হয়।  

প্রতিনিধি/এসএস