images

সারাদেশ

জয়পুরহাটে আবারও বাড়ছে শীত

জেলা প্রতিনিধি

০৬ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৩০ এএম

মাঘের শীতে কাবু হচ্ছে উত্তরের জনপদ। তাপমাত্রা কমতে শুরু করায় কনকনে শীতে মাঘ মাসে কাবু হয়ে পড়েছে উত্তরের জেলা জয়পুরহাটের মানুষ। কয়েকদিন শীতের স্বাভাবিক অনুভূতি বিরাজ করার পর ফের শুরু হয়েছে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ।

কথায় আছে 'মাঘের শীতে বাঘ কাঁপে’। তবে বাঘ কাঁপছে কি না-তা জানা না গেলেও গত দুই দিনের ঠান্ডা ও আজকের ঘন কুয়াশার শীতে কাঁপছে জয়পুরহাটবাসী। ঘন কুয়াশা হিম বাতাস আর শীতে স্থবির হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা।

সোমবার (৬ ফেব্রুয়ারি ) বাংলা বর্ষপঞ্জি অনুযায়ী মাঘের বাইশ দিনের শীতে চরমে উঠেছে শ্রমজীবী ও ছিন্নমূল মানুষের দুর্ভোগ।

ঘন কুয়াশা, হিম বাতাস ও শীতে চরম দুর্ভোগে পড়েছে ছিন্নমূল, দরিদ্র আর হত দরিদ্ররা। ঘন কুয়াশা, হাড় কাঁপানো শীত উপেক্ষা করে পেটের তাগিদে কর্মের সন্ধানে বের হচ্ছেন শ্রমজীবীরা। ঘন কুয়াশার কারণে সকাল ৮টা থেকে সাড়ে ৯ টা পর্যন্ত বিভিন্ন যানবাহন নিরাপদ যাত্রার জন্য চলাচল করছে হেড লাইট জ্বালিয়ে। ছিন্নমূল মানুষ আশ্রয় নিয়েছে স্টেশনের প্লাটফর্মে । দরিদ্র মানুষরা খড়কুটো জ্বালিয়ে কিছুটা হলেও শীত নিবারণের চেষ্টা করছে। 

Joypurhat

সদর উপজেলার সোনার পাড়ার কৃষক মির্জা আলী জানান, ‘শীতে হাত-পা ঠান্ডা হওয়ার পরও থেমে নেই তাদের কৃষি কাজ। শীতের তীব্রতা ও ঘন কুয়াশা উপেক্ষা করে সকাল থেকেই মাঠে আলু তুলছেন তারা।

শহরের পাচুর মোড়ের পান দোকান সাবু হোসেন বলেন, সকাল বেলা ঘন কুয়াশা আর ঠান্ডার কারণে সকাল ৭টায় দোকান খুলতে পারি নাই, সেই দোকান খুলছি সকাল সাড়ে ৯টায়।

দিনমজুর রাফিকুল, ভ্যানচালক সোহেল, মোশারফ, অটোচালক শরিফ, কামাল ও জাহাঙ্গীর বলেন, শীতের কারণে সকালে কাজে বের হলে হাত পায়ে হিম ধরে যায়। গাড়ি চালাতে কষ্ট হয়। আয় রোজগার কম হয়।

নওগাঁর বদলগাছী আবহাওয়া অফিস জানায়, জয়পুরহাটে গত কয়েক দিন ধরে তাপমাত্রা ২০ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছিল কিন্তু আজ সকালে তাপমাত্রা ছিল ১৫ দশমিক ২ সেলসিয়াস। আকাশ ছিল কুয়াশায় ঢাকা।

প্রতিনিধি/এসএস