images

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জ ২ ও ৩ আসনের উপনির্বাচনে অধিকাংশ কেন্দ্র ভোটারশূন্য

জেলা প্রতিনিধি

০১ ফেব্রুয়ারি ২০২৩, ১২:১৭ পিএম

চাঁপাইনবাবগঞ্জের ২ ও ৩ আসনের উপনির্বাচনে ভোট কেন্দ্রগুলোয় ভোটার উপস্থিতি খুবই কম। অনেক কেন্দ্র ভোটারশূন্য।

বুধবার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। চলবে সাড়ে চারটা পর্যন্ত।

সরেজমিনে নবাবগঞ্জ জেলা আদর্শ উচ্চ বিদ্যলয়, নবাবগঞ্জ বালিকা উচ্চ-বিদ্যলয়, চুনাখালি এনায়েতুল্লাহ মাদরাসা, পিটিআই, আলীনগর উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন কেন্দ্রে দেখা যায় ভোটার উপস্থিতি খুবই কম। ২ থেকে ৩ জন ভোটার লাইনে দাঁড়িয়ে আছেন। অনেক কেন্দ্রে এজেন্ট আর পুলিশ ছাড়া কেউ নেই।

ভোটার উপস্থিতি কমের বিষয়ে মামুন নামে এক ভোটার বলেন, আমরা তো ভয় নিয়েই ভোট দিতে আসছি।

নবাবগঞ্জ জেলা আদর্শ উচ্চ বিদ্যলয়ের পিজাইডিং অফিসার শহিদুজ্জামান বলেন, ভোটারের উপস্থিতি কম। তবে আশা করছি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারের উপস্থিতি বাড়বে। আমার কেন্দ্রে এখন পর্যন্ত কোনো আপত্তিকর ঘটনা ঘটেনি।

Chapainobabgonj

আলীনগর উচ্চ বিদ্যলয়ের পিজাইডিং অফিসার রাশেদুল আরমান বলেন, সাড়ে ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। সাড়ে ১২টা পর্যন্ত ভোট কক্ষে গড়ে প্রায় ৮০ থেকে ১০০টি ভোট পড়েছে। ভোটারের উপস্থিতি খুবই কম।

এ বিষয়ে জানতে চাইলে চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন ঢাকা মেইলকে বলেন, এখনও আমি কোনো কেন্দ্রে যায়নি। আমি আর চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার একটু পরে বের হবে। তার পরে বলতে পারব ভোটারের উপস্থিতি কেমন।

প্রতিনিধি/এসএস