images

সারাদেশ

ফরিদপুরে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে গ্রামবাসীর সংঘর্ষ

জেলা প্রতিনিধি

২৪ জানুয়ারি ২০২৩, ০৯:০৩ পিএম

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পৌরসদরের কাপুড়িয়া সদরদী ও আলগী ইউনিয়নের সোনাখোলা গ্রামবাসীর মধ্যে ক্রিকেট খেলাকে কেন্দ্র রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় পুলিশসহ কমপক্ষে অর্ধশতাধিক আহত হয়েছে।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুর থেকে দফায় দফায় চলা এ সংঘর্ষ থামাতে পুলিশ ৫৪ রাউন্ড রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড ও টিয়ার সেল নিক্ষেপ করে। আহতদেরকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে কে এম কলেজ মাঠে ক্রিকেট খেলা নিয়ে এ সংঘর্ষের ঘটনায় কয়েকজন আহত হয়। পরে উভয় পক্ষ মাইকে ঘোষণা দিয়ে দুপুরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ঘটনা স্থলে গিয়ে রাবার বুলেট ও টিয়ার সেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। পরে ফরিদপুর থেকে দাঙ্গা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

অতিরিক্ত পুলিশ সুপার ভাঙ্গা (সার্কেল) মো. হেলালউদ্দিন ভূইয়া জানায়, ক্রিকেট খেলাকে কেন্দ্র করে গ্রামবাসীদের মধ্যে দফায় দফায় সংর্ঘষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে জেলা থেকে অতিরিক্ত দাঙ্গা পুলিশ আনা হয়। রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড, টিয়ার সেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনা হয়।

প্রতিনিধি/একেবি