images

সারাদেশ

বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ, অর্ধলাখ টাকা জরিমানা

জেলা প্রতিনিধি

২৩ জানুয়ারি ২০২৩, ০৯:৩৯ এএম

বিনা টিকিটে রেল ভ্রমণের দায়ে আন্তঃনগর পদ্মা এক্সপ্রেসের ৭০ যাত্রীকে জরিমানা করা হয়েছে। তাদের থেকে মোট ৪৫ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করা হয়।

রোববার (২২ জানুয়ারি) রাতে ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে আসা ট্রেনে এ অভিযান চালানো হয়।

বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) অসীম কুমার তালুকদার এ অভিযান পরিচালনা করেন।

সোমবার (২৩ জানুয়ারি) সকালে রেল পশ্চিমাঞ্চলের জিএম অসীম কুমার তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

অসীম কুমার তালুকদার জানান, রোববার রাতে পদ্মা এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে রাজশাহী আসছিল। ইজতেমার কারণে যাত্রী চাপ কিছুটা বেশিই ছিল। ট্রেনে এদিন টিকিট বিহীন ৭০ যাত্রী পাওয়া যায়। তাদের কাছ থেকে জরিমানাসহ ভাড়া বাবদ মোট ৪৫ হাজার ৭০০ টাকা আদায় করা হয়।

তিনি আরও জানান, এর আগে জয়দেবপুর এলাকায় ঢাকা-কুড়িগ্রাম রুটে চলাচলকারী আন্তঃনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে অভিযান চালানো হয়। অভিযানে ১৭ যাত্রীর থেকে মোট ৮ হাজার ৫০০ টাকা আদায় করা হয়।

তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা করা হয়েছে বলেও জানান রেল কর্মকর্তা।

টিবি