images

সারাদেশ

রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাবের সঙ্গে গোলাগুলির পর দুই জঙ্গি গ্রেফতার

জেলা প্রতিনিধি

২৩ জানুয়ারি ২০২৩, ০৯:২০ এএম

কক্সবাজারে কুতুপালং রোহিঙ্গা শিবিরে দুই পক্ষের মধ্যে গোলাগুলির পর দুই জঙ্গি সদস্যকে দেশি-বিদেশি অস্ত্রসহ গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

সোমবার (২৩ জানুয়ারি) সকালে তাদের গ্রেফতার করা হয়। 

বিষয়টি ঢাকা মেইলকে নিশ্চিত করেছেন কক্সবাজার র‍্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার (আইন ও গণমাধ্যম) আবু সালাম চৌধুরী।

র‌্যাব কর্মকর্তা জানান, নতুন জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র শুরা সদস্য ও সামরিক শাখার প্রধান রনবীর ও তার সহযোগী বোমা বিশেষজ্ঞ বাশারকে দেশি ও বিদেশি অস্ত্র ও গোলাবারুদসহ কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

rrr

এবিষয়ে পরবর্তী সময়ে প্রেস ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে বলে জানান এই কর্মকর্তা।

এর আগে সকাল ৭টার পর উখিয়ার কুতুপালং এলাকায় জঙ্গি এবং র‍্যাবের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে।

আইনশৃঙ্খলা বাহিনী বলছে, দেশের প্রায় সব জঙ্গি সংগঠন সরকার নিষিদ্ধ ঘোষণা করেছে আগেই। ফলে জঙ্গি সংগঠনগুলো তাদের কার্যক্রম চালাতে নতুন প্ল্যাটফর্ম খুঁজছিল। এ কারণেই নতুন নাম দিয়ে সংগঠনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে জঙ্গিরা।

টিবি/জেবি