জেলা প্রতিনিধি
০৭ ফেব্রুয়ারি ২০২২, ০৩:০৬ পিএম
সপ্তম দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনের দিনে প্রাণ ঝরল চট্টগ্রামে। জেলার সাতকানিয়া উপজেলার নলুয়া ও বাজালিয়া ইউনিয়নে নির্বাচনী সহিংসতায় প্রাণ হারিয়েছেন দুইজন।
দুটি সংঘর্ঘের একটি ঘটেছে নলুয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বোর্ড অফিসের ভোটকেন্দ্রে। সোমবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকের ওই সহিংসতায় প্রাণ হারান তাসিবুল ইসলাম নামে ১৩ বছর বয়সী এক কিশোর। তাকে মেরে ফেলা হয়েছে বলে দাবি করেছেন ইউপি সদস্য প্রার্থী ও নিহত তাসিবুলের চাচা মিজানুর রহমান।
নিহত তাসিব মরফলা আরএমএন উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। ওই এলাকার জসিম উদ্দীনের ছেলে সে।
ইউপি সদস্য প্রার্থী মিজানুর রহমান বলেন, ‘আমার ভাতিজা ভোট দেখতে এসেছিল। তার সঙ্গে কারও শত্রুতা থাকার কথা নয়। তাকে মেরে ফেলা হলো। আমি এর বিচার চাই।’ তবে কাদের আঘাতে তাসিবের মৃত্যু হয়েছে বিষয়টি পরিষ্কার করেননি তিনি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সাতকানিয়া থানার ডিউটি অফিসার চন্দন কুমার নাথ বলেন, নির্বাচনী সহিসংতায় এক স্কুলছাত্র মারা গেছে। ধারালো অস্ত্রের আঘাতে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি।
অন্য সহিংসতার ঘটনাটি ঘটেছে একই উপজেলার বাজালিয়া ইউনিয়নে। সেখানে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন আব্দুর শুক্কুর নামে ৩৩ বছর বয়সী এক ব্যক্তি। সংঘর্ষে আরও চারজন আহত হয়েছেন।
স্থানীয়রা জানান, কেন্দ্রে দখল করতে গিয়ে নৌকা প্রতীকের প্রার্থী তাপস কান্তি দত্তের সমর্থকদের সঙ্গে স্বতন্ত্র প্রার্থী মো. শহীদুল্লাহ চৌধুরীর সমর্থকদের সংঘর্ঘ হলে এই হতাহতের ঘটনা ঘটে। সংঘর্ষের সময় গুলি লাগে আব্দুর শুক্কুরের দেহে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে মারা যান শুক্কুর।
উপজেলা রিটার্নিং কর্মকর্তা আবু তালেব তালুকদার নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, এখন পর্যন্ত দু’জন নিহতের খবর পাওয়া গেছে।
এইউ/এমআর