images

সারাদেশ

৯.৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কাঁপছে পঞ্চগড়

জেলা প্রতিনিধি

১৬ জানুয়ারি ২০২৩, ১১:১৩ এএম

দেশের সর্বোত্তরের হিমালয় কন্যা পঞ্চগড়ে মাঝে মাঝে তাপমাত্রা ওঠানামা করছে। কোনো কোনো দিন সকাল থেকেই ঘন কুয়াশায় আচ্ছাদিত থাকছে চারদিক। সকাল কনকনে হিমেল বাতাসের কারণে প্রচন্ড ঠান্ডা অনুভূত হচ্ছে এ জেলায়।

সোমবার (১৬ জানুয়ারি) সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৯.৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন তেঁতুলিয়া আবহাওয়া অফিসের পর্যেবক্ষক রোকনুজ্জামান।

তিনি বলেন, আজ তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৯.৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। উত্তরের হিমেল বাতাস ও কুয়াশা আজ বেড়ে গেছে। গতকাল দেশের সর্বনিম্ন ছিল ৮.৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা।

মাঘের শুরুতে শীতের দাপট ছিল সবচেয়ে বেশি। তবে এ মাসে প্রায় দিন সূর্যের মুখ দেখা যায়নি। হিমেল বাতাস ছিল। দিনে-রাতে শীতের দাপট ছিল সমান। কনকনে বাতাসে এলাকার মানুষ বিপর্যস্ত হয়ে পড়েছে।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে শীত ও শীতজনিত রোগে আক্রান্ত রোগী ভর্তির সংখ্যা বাড়তে শুরু করেছে। বিশেষ করে শিশু ও বৃদ্ধদের ডায়রিয়া, নিউমোনিয়া ও শ্বাসকষ্টের সমস্যা বেশি দিচ্ছে।

টিবি