জেলা প্রতিনিধি
০৯ জানুয়ারি ২০২৩, ০৬:০০ পিএম
নওগাঁর পোরশায় ট্রাক্টরের চাপায় কৃষক সুজন বর্মন (৪৫) নিহত হয়েছেন।
সোমবার (৯ জানুয়ারি) বিকেলে উপজেলার গাঙ্গুরিয়া দিওয়ানা পাড়ার এলাকায় এই ঘটনা ঘটেছে। নিহত সুজন বর্মন উপজেলার গাঙ্গুরিয়া দিওয়ানা পাড়ার মৃত দেবেন বর্মনের ছেলে।
পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ আলম জানান, নিহত সুজন বিকেলে বাড়ি থেকে বের হয়ে মাঠে কাজ করতে যাচ্ছিলেন। বাড়ির সামনে রাস্তা পার হওয়ার সময় পিছন দিক থেকে একটি দ্রুতগামী ট্রাক্টর তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থালেই সুজনের মৃত্যু হয়।
ওসি আরও বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে ঘাতক ট্রাক্টরটিকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
প্রতিনিধি/একেবি