জেলা প্রতিনিধি
০৮ জানুয়ারি ২০২৩, ১২:৪৩ পিএম
সুনামগঞ্জের জগন্নাথপুরে বোমার মতো বেশ কিছু আলামত রয়েছে সন্দেহে পরিত্যক্ত একটি বাড়ি ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
রোববার (৮ জানুয়ারি) দুপুর ১২টা ৪০ মিনিটে বিষয়টি নিশ্চিত করেছেন জগন্নাথপুর সার্কেলের সিনিয়র এসপি সুভাশিস ধর।
সুনামগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার আবু সাইদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, পরিত্যাক্ত ওই বাড়িতে সন্দেহজনক কিছু ইলেকট্রনিকস যন্ত্রপাতি তৈরি হচ্ছে। তাই সামরিক বাহিনীর একটি বিশেষ টিমকে আনা হয়েছে উনারা দেখছেন তবে এখনও বড় ধরনের তেমন কিছু পাওয়া যায়নি।
টিবি