images

সারাদেশ

‘যে সমাজে সামাজিক সংগঠন আছে, সেখানে অপরাধ কম’

জেলা প্রতিনিধি

৩১ ডিসেম্বর ২০২২, ১০:০৬ পিএম

যে সমাজে সেচ্ছাসেবী সামাজিক সংগঠন থাকে, সেই সমাজে অপরাধমূলক কর্মকাণ্ড কম হয়। সেই সমাজের শিশু-কিশোর ও তরুণরা মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূর থাকে বলে মন্তব্য করছেন লক্ষ্মীপুর পৌরসভার (৯নং ওয়ার্ড) কাউন্সিলর মোহাম্মদ আলী।

শনিবার (৩১ ডিসেম্বর) রাত ৯ টার দিকে লক্ষ্মীপুর পৌরসভার (৯নং ওয়ার্ড) পশ্চিম সমসেরাবাদ এলাকায় সেচ্ছাসেবী সামাজিক সংগঠন নব জাগরণ যুব সংঘের প্রথম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানে এসে প্রধান অতিথির বক্তব্য মোহাম্মদ আলী ওইসব কথা বলেন।

নব জাগরণ যুব সংঘের সভাপতি মো. বেলাল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. সুমনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান।

এসময় আরও উপস্থিত ছিলেন, ব্যাংক কর্মকর্তা মো. কামরুল ইসলাম, সংগঠনের কোষাধ্যক্ষ মোহন হোসেন, ক্রীড়া সম্পাদক রুবেল হোসেন, প্রচার প্রচার সম্পাদক সাকিব হোসেন, দফতর সম্পাদক মো.পারভেজ হোসেন, সাংগঠনিক সম্পাদক মহিন হোসেনসহ প্রমুখ।

৯নং ওয়ার্ড সমসেরাবাদ এলাকায় মুন্সি বাড়িতে একসময় মাদক ও ইয়াবার ছোঁড়াছুড়ি ছিলো। সেই মুন্সির বাড়ির সামনে এক বছর পূর্ব প্রতিষ্ঠিত হয় নব জাগরণ যুব সংঘ। এরপর থেকে ওই এলাকায় মাদকমুক্ত সমাজ গঠনের জন্য কাজ করে যাচ্ছে সংগঠনটি।

প্রতিনিধি/একেবি