জেলা প্রতিনিধি
৩১ ডিসেম্বর ২০২২, ০৬:৪৯ পিএম
বছরের শেষ সূর্যাস্ত দেখা ও নতুন বছর উদযাপন উপলক্ষে কক্সবাজার সৈকতে ভিড় জমিয়েছে লাখ লাখ মানুষ। বছরের শেষ দুই দিনই সাপ্তাহিক ছুটি পড়েছে। এই ছুটিতে প্রিয়জনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি ও শেষ সূর্যাস্ত দেখতে বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজারে ছুটে এসেছে লাখো পর্যটক। প্রতিবছরই ইংরেজি নতুন বছরকে বরণ ও পুরোনো বছরকে বিদায় দিতে এখানে দেশের নানা প্রান্ত থেকে মানুষ ছুটে আসেন।
তবে এ বছর সৈকতে থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে কনসার্ট বা বালিয়াড়িতে অনুষ্ঠান না থাকায় পর্যটকের উপড়ে পড়া ভিড় তেমন লক্ষ্য করা যাচ্ছে না। অবশ্যই তারকা মানের হোটেলগুলোতে পর্যটকদের জন্য নিজস্ব ব্যবস্থাপনায় নানা অনুষ্ঠানের আয়োজন রয়েছে। কেবল গত সপ্তাহের বড়দিনসহ তিন দিনের ছুটিতে বেশি পর্যটক কক্সবাজার ভ্রমণে এসেছে।
পর্যটকদের নিরাপত্তায় সতর্ক অবস্থায় রয়েছে ট্যুরিস্ট পুলিশ, লাইফ গার্ডের সদস্যরা। সৈকতে ভ্রমনে আসা পর্যটক দম্পতি ওসমান গনি ও লিলি চৌধুরী জানান, বছরের শেষে ছুটি পেয়ে চলে এলাম কক্সবাজার নতুন বছর উদযাপন করবো বলে। নতুন বছর যেন ভালো কাটে সকলের সে আশা করছি।

হোটেল মোটেল মালিক সমিতির সভাপতি আবুল কাশেম সিকদার বলেন , ইংরেজি নতুন বছরকে বরণ ও পুরোনো বছরকে বিদায় উপলক্ষে কক্সবাজারে অন্তত দুই লাখের বেশি পর্যটক সমাগম ঘটেছে । হোটেল ভাড়া সহনীয় পর্যায়ে রাখতে ও পর্যটকদের সেবায় আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার অঞ্চলের সহকারী পুলিশ সুপার চৌধুরী মিজানুজ্জামান বলেন,পর্যটকদের সার্বিক নিরাপত্তায় বাড়তি টহল ও নজরদারি বাড়ানো হয়েছে।

এদিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাসুম বিল্লাহ জানান, পর্যটক হয়রানি রোধে নানামূখী ব্যবস্থা নেওয়া হয়েছে। শহরের প্রবেশদ্বার কলাতলীতে খোলা হয়েছে তথ্য সেবা কেন্দ্র। যাতে পর্যটকরা সহজে ভ্রমন সংক্রান্ত তথ্য সহজে পেতে পারে। অপরদিক পর্যটক হয়রানি রোধে প্রশাসনের একাধিক টিম কাজ করছে। হয়রানির অভিযোগ পাওয়ার সাথে সাথে নেয়া হচ্ছে ব্যবস্থা।
প্রতিনিধি/একেবি