images

সারাদেশ

মুরগির খামারে বায়োগ্যাসের ট্যাংক বিস্ফোরণে শ্রমিক নিহত

জেলা প্রতিনিধি

১৮ ডিসেম্বর ২০২২, ১২:৫১ এএম

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বয়লার মুরগির খামারে বায়োগ্যাসের ট্যাংক বিস্ফোরণে জুবায়ের (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। 

শনিবার (১৭ ডিসেম্বর) রাতে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

নিহত জুবায়ের কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার ধলা গ্রামের আব্দুল জলিলের ছেলে। তিনি ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নের দক্ষিণ তারুয়া গ্রামে শ্বশুর বাড়িতে থেকে জেলা পরিষদের সদস্য বিলাল ভূইয়া মুরগী খামারে কাজ করতেন। 

ঘটনার পর গা ঢাকা দিয়েছেন খামারের মালিক জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য বিলাল ভূইয়া। 

স্থানীয়রা জানান, জুবায়ের জেলা পরিষদ সদস্য বিল্লাল ভূইয়ার মালিকানাধীন বয়লার মুরগির খামারে ডিম সংগ্রহ করার কাজ করতেন। সেই মুরগির খামারে বায়োগ্যাস তৈরি করা হতো। শনিবার বিকেলে বিকট শব্দে বায়োগ্যাস ট্যাংক বিস্ফোরিত হয়। বিস্ফোরণের শব্দে আশপাশের বাড়ি ঘরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে খামারের ভেতরে অচেতন অবস্থায় জুবায়েরকে উদ্ধার করে জেলা সদরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে রাত ৮টার দিকে জুবায়ের মারা যান। এরপর থেকে খামারের মালিক জেলা পরিষদের সদস্য বিল্লাল ভূইয়া গা-ঢাকা দিয়েছেন। 

আশুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান রাত ১২টায় জুবায়েরের মৃত্যুর বিষয়টি ঢাকা মেইলকে নিশ্চিত করে  বলেন, 'খবর পেয়ে আমি ঘটনাস্থলে এসেছি। লাশ হাসপাতাল থেকে এখনও আসেনি। খামারের মালিককে খুঁজে পাচ্ছি না।’

প্রতিনিধি/জেবি