images

সারাদেশ

মধ্যরাতে ব্রাজিল সমর্থকের বাড়িতে হামলা-ভাঙচুর 

জেলা প্রতিনিধি

১০ ডিসেম্বর ২০২২, ১১:৪৯ এএম

রাজশাহী নগরীতে এক ব্রাজিল সমর্থকের বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। কাতার বিশ্বকাপে ব্রাজিলের বিদায়কে ঘিরে এ হামলা চালানো হয়েছে বলে জানা গেছে। 

শুক্রবার (৯ ডিসেম্বর) দিনগত রাত আনুমানিক ১২টার দিকে নগরীর রাজপাড়া থানার বন্ধ গেট নতুন বিলসিমলা এলাকায় এ ঘটনা ঘটেছে। 

নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএসএম সিদ্দিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

হামলার শিকার বাড়ির মালিকের নাম আব্দুল কুদ্দুস। তিনি বিমানবাহিনীতে কর্মরত ও ব্রাজিলের সমর্থক। 

এ হামলার ঘটনায় রিফাত আলী ও রায়হান হোসেন নামের দুইজন আহত হয়েছেন। তারা রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। 

স্থানীয়দের বরাত দিয়ে ওসি সিদ্দিকুর রহমান বলেন, কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে হেরে যায় ব্রাজিল। এ নিয়ে ক্রোয়েশিয়ার সমর্থকের সঙ্গে ব্রাজিল সমর্থক আবদুল কুদ্দুসের কথা কাটাকাটি হয়। 

এর জেরে এক পর্যায়ে আবদুল কুদ্দুসের বসতবাড়িতে হামলা চালানো হয়। এতে দুজন আহত হয়েছেন বলে শুনেছি। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। 

প্রতিনিধি/এইচই