images

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু 

জেলা প্রতিনিধি

০১ ডিসেম্বর ২০২২, ০৮:৪৫ এএম

চাঁপাইনবাবগঞ্জে সড়ক পরিবহন আইন ২০১৮ সংশোধনসহ ১০ দফা দাবি আদায় না হওয়ায় আজ সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকালে বিষয়টি চাঁপাইনবাবগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মো. হামিদুর রহমান নান্নু নিশ্চিত করেছেন।

আগামী ৩ ডিসেম্বর রাজশাহী বিভাগীয় সমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি। তাদের অভিযোগ সমাবেশে জনসমাগম ঠেকাতে সরকার কৌশল করে বাস ধর্মঘটের ব্যবস্থা করেছে বলে দাবি করছে বিএনপি নেতারা।

এছাড়াও রাজশাহী বিভাগের আট জেলায় একই সময়ে পরিবহন ধর্মঘট শুরু হওয়ার কথা রয়েছে। এদিকে, সকাল থেকে বাস ধর্মঘট শুরু হওয়ার কথা থাকলেও গতকাল বিকেল থেকেই আন্তঃজেলা ও বিভাগ পর্যায়ে বাস চলাচল কমতে থাকে। ফলে যাত্রীদেরকে বাসের অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

বিএনপির যুগ্ম মহাসচিব ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য হারুনুর রশীদ জানান, আগামী ৩ ডিসেম্বর রাজশাহীর গণসমাবেশে নেতা-কর্মীদের আসা বাধাগ্রস্ত করতেই পরিকল্পিতভাবে বাস বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এ বিষয়ে নেতাকর্মীদের বিকল্পভাবে সমাবেশে আগেভাগে আসতে বলা হয়েছে। যেকোনো মূল্যে বিএনপি সমাবেশ সফল করতে প্রতিজ্ঞাবদ্ধ রয়েছে। পুলিশ ও আওয়ামী লীগের সমাবেশ ব্যর্থ করার পরিকল্পনা সফল হবে না।

জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মো. হামিদুর রহমান নান্নু জানান, ধর্মঘ‌টের সঙ্গে বিএন‌পির মহাসমা‌বে‌শের কো‌নো সম্পর্ক নেই। কারণ এই ১০ দফা দাবি নিয়ে দীর্ঘদিন ধরে সরকারের সঙ্গে আলোচনা করে আসছিল বাস মালিক ও শ্রমিকেরা। সরকারের পক্ষ থেকে এই দাবি না মানার কারণে বাধ্য হয়ে ধর্মঘটের ডাক দিতে হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ থেকে আন্তঃজেলা ও দেশের বিভিন্ন রুটে গড়ে প্রায় পাঁচ শতাধিক বেশি বাস চলাচল করে থাকে।

টিবি