images

সারাদেশ

কক্সবাজারে স্ত্রী হত্যার দায়ে স্বামীর কারাদণ্ড 

জেলা প্রতিনিধি

৩০ নভেম্বর ২০২২, ১০:১১ পিএম

কক্সবাজারের উখিয়ায় স্ত্রী হত্যাকাণ্ডের দায়ে স্বামী সৈয়দ হোসেনকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত।

 বুধবার (৩০ নভেম্বর) দুপুর ২টার দিকে কক্সবাজারের জেলা ও দায়রা আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইল জনাকীর্ণ আদালতে এই রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর মো. ফরিদুল আলম এই তথ্য নিশ্চিত করেছেন।

মামলায় এজাহার সূত্রে জানা যায়, ২০১৭ সালের ১ জুন উপজেলার রত্নাপালং ইউনিয়নের ভালুকিয়া পালং এলাকার লম্বাঘোনা গ্রামের মৃত সোনা আলীর পুত্র সৈয়দ হোসেন দিন দুপুরে ছুরিকাঘাত করে তার স্ত্রী মনজুরা বেগমকে খুন করে। 

এ ঘটনায় নিহতের পিতা খুইল্যা মিয়া বাদী হয়ে উখিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে মামলাটির রায় ঘোষণা করা হলো। তবে এই রায়ে বাদীপক্ষ অসন্তুষ্ট। 

বাদীপক্ষের আইনজীবী বলেন, অপরাধ বিবেচনায় আমরা মৃত্যুদণ্ড প্রত্যাশা করেছিলাম। কিন্তু তা হয়নি। তাই আমরা উচ্চ আদালতে আপিল করবো। 

বাদীপক্ষের অভিযোগ, স্বামী ছৈয়দ হোসেন পরকীয়া প্রেমে আসক্ত হয়ে অনৈতিক জীবন যাপনে লিপ্ত ছিলেন । তার অবৈধ   কার্যকলাপের প্রতিবাদ করলে লম্পট স্বামী স্ত্রী মনজুরা বেগমকে প্রায় সময় শারীরিক ও মানসিক নির্যাতন চালাতো এবং এর জের ধরে হত্যা করা হয় । 

তবে রাষ্টপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর মো. ফরিদুল আলম বলেন, রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট।

প্রতিনিধি/ এজে