images

সারাদেশ

নারায়ণগঞ্জে ট্রাকের ধাক্কায় আহত ৬ জন ঢামেকে ভর্তি

জেলা প্রতিনিধি

৩০ নভেম্বর ২০২২, ১২:৩৬ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশা উল্টে চার শিশুসহ ছয়জন আহত হয়েছেন। গুরুতর আহতাবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়েছে। বর্তমানে সেখানে তারা চিকিৎসাধীন রয়েছে।

বুধবার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে রূপগঞ্জের ৩০০ফিট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

আহতরা হলেন— মোছা. জুলেখা খাতুন (৪৭), মোছা. সাজেদা বেগম (৫০), মো. রাব্বি (১২), রাইসা (৫), আমেনা (৭), তানহা হাসান (২০)।

আহতদের ঢামেক হাসপতালে নিয়ে আসা পথচারী হানিফ জানান, রূপগঞ্জের ৩০০ফিট এলাকায় এক ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশাটি উল্টে যায়। এতে অটোরিকশায় থাকা দুই নারী ও চারজন শিশু গুরুতর আহত হয়। তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তারা ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসাধীন রয়েছে।

মো. বাচ্চু মিয়া জানান, আহতদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। এক এদের মধ্যে শিশু ও এক নারীর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

টিবি