জেলা প্রতিনিধি
২৯ নভেম্বর ২০২২, ১০:১৬ এএম
ময়মনসিংহের ফুলপুরে ধান উড়ানো সেলো মেশিনের পাখার আঘাতে হাবিবুল্লাহ (৪) নামে এক শিশু নিহত হয়েছে।
সোমবার (২৮ নভেম্বর) দুপুরে উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের সিংহেশ্বর গ্রামে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন।
হাবিবুল্লাহ একই গ্রামের মাজহারুল ইসলামের ছেলে।
নিহতের পরিবারের সদস্যদের বরাত দিয়ে ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, দুপুরে সেলো মেশিনে লাগানো পাখা দিয়ে ধান উড়ানোর কাজ চলছিলো। এ সময় শিশু হাবিবুল্লাহ মেশিনের নিচ দিয়ে দৌড় দিলে পাখার আঘাতে গুরুতর আহত হয়। এসময় তাদে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকের পরামর্শে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের পরিবারের সদস্যরা কারও বিরুদ্ধে অভিযোগ করেনি। ফলে থানায় অপমৃত্যু মামলা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
টিবি