images

সারাদেশ

প্রধানমন্ত্রীর জনসভা: ১০ জেলার লোক যশোরে

জেলা প্রতিনিধি

২৪ নভেম্বর ২০২২, ০২:০৮ পিএম

যশোরে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভার মাঠ কানায় কানায় ভরে গেছে। বাদ্যযন্ত্র বাজিয়ে আনন্দ উল্লাসের সঙ্গে সকাল ৭টা থেকে জনসভাস্থলে সাধারণ মানুষ আসা শুরু করে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সকালে বিমানবাহিনীর অনুষ্ঠানে যোগ দিয়েছেন। বিকেলে যশোর শামস-উল হুদা স্টেডিয়ামে জনসভায় ভাষণ দিবেন তিনি।

যশোরের এই জনসভা জনসমুদ্রে রূপ নিবে। জনসভায় অংশ নিতে গোপালগঞ্জ, নড়াইল, মাগুরা, খুলনা, চুয়াডাঙ্গা, কুষ্টিয়াসহ মোট ১০ জেলার লোক বাস, মাইক্রবাস, মোটরসাইকেল ও বাইসাইকেলে করে যশোরে জনসমাবেশে হাজির হয়েছে।

গোপালগঞ্জ থেকে আগত আব্দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় অংশ নিতে বাসে চড়ে যশোরে এসেছি। প্রধানমন্ত্রী আমাদের দেশের অনেক উন্নয়ন করেছে। তাই প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে যাচ্ছি।

কুষ্টিয়ার আনোয়ার বলেন, ভোররাতে রওনা দিয়ে সকালে যশোরে এসেছি। শেখ হাসিনাকে আবারও চাই। এক প্রশ্নে জবাবে তিনি বলেন, প্রধানমন্ত্রীর সাহসী উদ্যোগেই পদ্মা সেতু নির্মাণ হয়েছে।

প্রতিনিধি/এজে/