images

সারাদেশ

মাথায় নৌকা নিয়ে যশোরে মোহাম্মদ আলী

জেলা প্রতিনিধি

২৪ নভেম্বর ২০২২, ১২:১১ পিএম

যশোরে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে মাথায় নৌকা নিয়ে যশোরে হাজির হয়েছেন শরীয়তপুরের মোহাম্মদ আলী (৩০)। তিনি শরীয়তপুর শহরের চিকুন্জি এলাকার বাসিন্দা। 

মোহাম্মদ আলী বলেন, যেখানেই আওয়ামী লীগের জনসভা বা সম্মেলন হয় সেখানেই আমি হাজির হই এই বার্তা নিয়ে। ১৬ কোটি মানুষের কাছে আমার একটিই চাওয়া, জননেত্রী শেখ হাসিনার নৌকা মার্কাকে বিজয়ী করে উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখুন।

তিনি বুকে সেঁটে রেখেছেন একটি বার্তা—‘জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার আগামী সংসদ নির্বাচনে দলমত নির্বিশেষে সবার অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দিতে প্রতিজ্ঞাবদ্ধ’। 

>> আরও পড়ুন : প্রধানমন্ত্রীকে দেখতে ‘নৌকা’ নিয়ে যশোরে শহর আলী

উল্লেখ্য, আজ বৃহস্পতিবার যশোর শামস্-উল হুদা স্টেডিয়ামের ঐতিহাসিক জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা লাল-সবুজরঙা শাড়ি, লাল-সবুজরঙা টুপি আর শেখ হাসিনার ছবি সংবলিত টি-শার্ট পরে মিছিল নিয়ে জনসভাস্থলে প্রবেশ করছেন। গোটা শহর এখন লোকে লোকারণ্য। বৃহত্তর যশোরসহ খুলনা বিভাগের ১০ জেলা থেকেও কয়েক লাখ নেতাকর্মী এ সমাবেশে যোগদান করবেন। ফলে এ জনসমাবেশ জনসমুদ্রে রূপ নেবে বলে মনে করছেন নেতাকর্মীরা।

প্রতিনিধি/এইচই