জেলা প্রতিনিধি
২৪ নভেম্বর ২০২২, ১২:০২ পিএম
‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানে মুখরিত হয়ে উঠেছে শামস্-উল-হুদা স্টেডিয়ামসহ গোটা যশোর। সভাস্থলে পোস্টার, ব্যানার, বিলবোর্ড এবং বর্ণাঢ্য শোভাযাত্রায় উৎসবমুখর হয়ে গেছে নগরী।
দীর্ঘ ৫ বছর পর বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দুপুরে যশোর শামস্-উল-হুদা স্টেডিয়ামে জনসমাবেশে ভাষণ দেবেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্লোগানে স্লোগানে পুরো নগরী দখল নিতে শুরু করেছে দলটির নেতাকর্মী ও সমর্থকরা।
আজ সকাল থেকে চারদিকে শুধুই মিছিল আর মিছিল। আওয়ামী লীগ নেতাকর্মীরা শোডাউন দিচ্ছেন শহরজুড়ে।
যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন বলেন, ‘প্রথমে মনে করেছিলাম, ৫ লাখ লোক জামায়েত হবে। তবে এখন মনে হচ্ছে ৮ থেকে ১০ লাখ লোকের সমাগম ঘটেছে।’
এদিকে, যশোরে প্রধানমন্ত্রীর আগমন এবং জনসমাবেশ ঘিরে ৩ স্তর বিশিষ্ট নিশ্চিত নিরাপত্তা বলয় তৈরি করেছে প্রশাসন। ৬ হাজারের বেশি পুলিশ ও র্যাব সদস্যরা নিরাপত্তার দায়িত্বে আছে। ফার্স্ট, সেকেন্ড ও থার্ড এই তিন ক্যাটাগরিতে দায়িত্বে আছেন তারা।
টিবি