images

সারাদেশ

মাদারীপুরে ইউপি সদস্যকে কুপিয়ে জখম

জেলা প্রতিনিধি

২৪ নভেম্বর ২০২২, ০৭:১৩ এএম

মাদারীপুরে ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে করেছে দুর্বৃত্তরা। এসময় হাত ও পায়ের রগ কেটে হত্যার চেষ্টা চালায় দুর্বৃত্তরা। তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করেছেন স্থানীয়রা।

বুধবার (২৩ নভেম্বর) রাত ৯টার দিকে সদর উপজেলার পেয়ারপুর এলাকায় এ ঘটনা ঘটে।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী বিষয়টি জানিয়েছেন।

আহত মান্নান খালাসী (৫০) সদর উপজেলার পেয়ারপুরের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।

ভুক্তভোগীর পরিবার জানান, মান্নান খালাসী রাতে সদর উপজেলার ঘটকচর বাজার থেকে নিজ গ্রামের বাড়ি পেয়ারপুর ফিরছিলেন। ফেরার পথে আলী ইসলাম তালুকদারের বাড়ির কাছে এক ব্রিজের সামনে আসলে আগে থেকেই ওঁৎ পেতে থাকা বেশ কয়েকজন দুর্বৃত্ত তার ওপর হামলা করে। এসময় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তার  হাত ও পায়ের রগ কেটে ফেলে। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

ইউপি সদস্য মান্নান খালাসীর মেয়ে লিমা আক্তার বলেন, ‘আমার বাবার অবস্থা খুবই খারাপ। আমরা তার সুচিকিৎসা করানোর চেষ্টা করছি। রাতের আঁধারে আমার বাবাকে যারা হত্যার চেষ্টা করেছে তাদের শাস্তি চাই। প্রশাসনের কাছে একটাই দাবি আমরা যেন এই ঘটনার সুষ্ঠু বিচার পাই।’

ওসি মনোয়ার হোসেন চৌধুরী জানান, এ বিষয়ে এখনও কেউ থানায় অভিযোগ নিয়ে আসেনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

টিবি