images

সারাদেশ

রংপুরে ৩ ইটভাটার মালিককে জরিমানা

জেলা প্রতিনিধি

২২ নভেম্বর ২০২২, ০৯:৩০ পিএম

পরিবেশসহ বিভিন্ন বিষয়ে নিয়মিত তদারকির অংশ হিসেবে রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার কয়েকটি ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। এসময় তিন ইটভাটার মালিককে সাড়ে ১১ লাখ টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার(২২ নভেম্বর) বিকেলে মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসন রংপুর।

অভিযানে মেসার্স টি এম বি ব্রিকস, মেসার্স এফ আই এফ ব্রিকস এবং সম্রাট ব্রিকস এন্ড সিরামিকস নামের তিন ইটভাটাকে ইট ভাটা স্থাপন ও ভাটা (নিয়নন্ত্রণ) আইন ২০১৩ এর বিভিন্ন ধারায় মোট সাড়ে এগার লাখ টাকা জরিমানা করা হয়।

জেলা প্রশোসনের পক্ষে মোবাইল কোর্টের নেতৃত্ব দেন রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারহান লাবীব জিসান। এসময় পরিবেশ অধিদপ্তর ও জেলা পুলিশ সহায়তা করেন।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারহান লাবীব জিসান ঢাকা মেইলকে জানান, জেলা প্রশাসনের এটি নিয়মিত অভিযান। শুধু মিঠাপুকুর উপজেলা না এই অভিযান রংপুর জেলার মধ্যে অব্যাহত থাকবে।

প্রতিনিধি/ এজে