images

সারাদেশ

পাখির ডাকে ঘুম ভাঙে কাঞ্চন দিঘী পাড়ের মানুষের

জেলা প্রতিনিধি

০৬ ফেব্রুয়ারি ২০২২, ০১:২৭ পিএম

‘সব পাখি ঘরে আসে, সব নদী/ ফুরায় এ-জীবনের সব লেনদেন’ —জীবনানন্দ দাশের কবিতার এ চরণটুকু বলে দেয় জীবনের সঙ্গে পাখি আর প্রাণপ্রকৃতি কতটা নিবিড়ভাবে জড়িয়ে আছে। যেখানে পাখি আছে, সেখানে প্রকৃতিতে একটা প্রাণ আছে। পাখি ও প্রকৃতির এক অপরূপ মেলবন্ধন, এখন নওগাঁর পত্নীতলার প্রাচীনতম ও ঐতিহ্যবাহী জলাশয় কাঞ্চন দিঘী। সাড়ে ১৪ একর আয়তন এ দিঘীর। শীতের আগমনে দিঘিতে ঝাঁকে ঝাঁকে আসছে অতিথি পাখির দল। এই দিঘী যেন এখন দেশি-বিদেশি পাখির অভয়ারণ্যে পরিণত হয়েছে। ভোরবেলা পাখির কিচিরমিচির ডাকে ঘুম ভাঙে এখানকার মানুষের।

“যখন পাখিগুলো থাকে না, খুব খারাপ লাগে, মনে হয় আর তারা ফিরে আসবে না। আবার যখন ফিরে আসে, তখন মন আনন্দে ভরে যায়। প্রতিদিন অনেকে পাখিগুলো দেখতে আসেন।”

সরেজমিনে গিয়ে দেখা যায়, পাখিদের অবাধ বিচরণ, জলকেলি ও খুনশুটি কিচিরমিচির কলতানে মুখর দিঘীটি। বালিহাঁস, সরালিহাঁস, পানকৌড়ি, পিয়াং হাঁস, পাতি সরাল, লেংজা হাঁস, ছন্নি হাঁস, পাতিকূট, শামুকখোলসহ বিভিন্ন ধরনের পাখিতে মুখরিত দিঘী এলাকা। দিঘীর স্বচ্ছ পানির উপর দিয়ে ডানা ঝাপটে উড়ে বেড়াচ্ছে তারা। সন্ধ্যা নামলেই দিঘীপাড়ের গাছ-গাছালিতে আশ্রয় নেয় এসব পাখি। এদের কোলাহল চারদিকে দারুণ এক দ্যোতনা সৃষ্টি করে। সেখানে উপস্থিত হলেই কেবল বোঝা যায়, এ কেমন সুন্দর ও নান্দনিক এক অপরূপ দৃশ্য।  তাই তো প্রকৃতি প্রেমীরা বৈচিত্র্যময় এ দৃশ্য দেখতে ভিড় করে প্রতিদিন।

birds-naogaon

স্থানীয়রা জানান, প্রতিবছর শীতে বিভিন্ন দেশ থেকে এখানে শত শত অতিথি পাখি আসে। এছাড়া পাড়ার প্রতিটি গাছেই আছে দেশীয় পাখি ঘুঘু, বক, সারক, পেঁচা। সকাল বেলা এসব পাখি খাবারের সন্ধানে যখন একসঙ্গে আকাশে ওড়ে, তখন সূর্য যেন আড়াল হয়ে যায়। পাখিদের কলরবে মুখর হয়ে ওঠে দিঘী পার এলাকা। আবার সন্ধ্যায় ঘরে ফেরার সময় কোলাহলপূর্ণ দৃশ্য উপভোগ করতে ভিড় জমান পাখি প্রেমীরা। এছাড়াও পাখিদের সাথে তাদের গড়ে উঠেছে গভীর মিতালী। পাখির ডাকেই সকালে ঘুম ভাঙে তাদের।

দিঘীর পূর্বপাড়ের বাসিন্দা সবিতা রানী বলেন, যখন পাখিগুলো থাকে না, খুব খারাপ লাগে, মনে হয় আর তারা ফিরে আসবে না। আবার যখন ফিরে আসে, তখন মন আনন্দে ভরে যায়। প্রতিদিন অনেকে পাখিগুলো দেখতে আসেন।

‘সারা বছরই এখানে দেশীয় প্রজাতির পাখি থাকে। শীত মৌসুমে আসে পরিযায়ী পাখি। দিঘীটি লিজ দিয়ে বানিজ্যিক ভাবে মৎস চাষ করায় পাখিগুলো নিরাপদে থাকতে পারে না। সন্ধ্যায় আসে আবার দিনের বেলায় চলে যায়। আমাদের কমিটির পক্ষ থেকে মানুষকে সচেতন করেছি যাতে পাখি শিকার না করে।’

  মালতি রানী বলেন, যখন পাখিগুলো থাকে, তখন পুরো দিঘী মুখর করে রাখে। আবার যখন থাকে না, দিঘীটি খালি খালি লাগে। এসব পাখি দেশের সম্পদ, এদের রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। তাই আমরা সবাই পাখিগুলোকে দেখে রাখি, যাতে কেউ পাখি শিকার করতে না পারে।

পাখি দেখতে আসা জাহিদুল ইসলাম জানান, অনেক প্রজাতির পাখি এখানে আছে। এত বেশি পাখি অন্য কোথাও দেখিনি। একসাথে এত পাখি দেখে মুগ্ধ হয়ে গেছি।

birds-naogaon

শাহেদ নামে এক দর্শনার্থী জানান, শুনলাম এই দিঘীতে নাকি অনেক পাখি এসছে। তাই এই পাখিগুলো দেখার জন্যই মূলত এখানে এসেছি। একসঙ্গে এতগুলো পাখি এর আগে দেখা হয়নি। দেখে খুবই ভালো লাগলো।

পত্নীতলা জীববৈচিত্র্য সংরক্ষণ কমিটির সভাপতি সুমন কুমার জানান, সারা বছরই এখানে দেশীয় প্রজাতির পাখি থাকে। শীত মৌসুমে আসে পরিযায়ী পাখি। দিঘীটি লিজ দিয়ে বানিজ্যিক ভাবে মৎস চাষ করায় পাখিগুলো নিরাপদে থাকতে পারে না। সন্ধ্যায় আসে আবার দিনের বেলায় চলে যায়। আমাদের কমিটির পক্ষ থেকে মানুষকে সচেতন করেছি যাতে পাখি শিকার না করে।

উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, পাখি শিকার বা হত্যার ব্যাপারে সবসময় আমরা মানুষকে নিরুৎসাহিত করি। কোনো পাখি আহত হলে আমরা চিকিৎসা সেবা দিয়ে থাকি। কেউ যাতে পাখিগুলোকে বিরক্ত করতে বা শিকার করতে না পারে সে বিষয়ে আমাদের নজরদারি আছে।

এজে/এএ