images

সারাদেশ

ভোলা-বরিশাল রুটে লঞ্চ চলাচল শুরু

জেলা প্রতিনিধি

২৫ অক্টোবর ২০২২, ০৯:৫৪ এএম

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর ভোলা-বরিশাল লঞ্চ চলাচল শুরু হয়েছে। তার সঙ্গে চলাচল করছে ভোলা-বরিশাল নৌ রুটে চলাচল করা স্পিডবোটগুলো।

মঙ্গলবার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ৮টা থেকে লঞ্চ চলাচল শুরু হয়।

সকাল সাড়ে ৯টার দিকে বাংলাদেশ অভ্যান্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ভোলার সহকারী পরিচালক মো. শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

মো. শহিদুল ইসলাম জানান, সকাল সাড়ে ৮টা থেকে ভোলা-বরিশাল নৌ রুটে লঞ্চ চলাচলের অনুমতি পাওয়া যায়। তারপর থেকেই ওই রুটে লঞ্চ চলাচল শুরু হয়। কিন্তু ভোলা-ঢাকা ও ভোলা-লক্ষীপুর নৌ রুটে লঞ্চ ও ফেরি চলাচলের কোনো অনুমতি পাওয়া যায়নি। তাই এখনো ভোলা-ঢাকা ও ভোলা-লক্ষীপুর নৌ রুটে লঞ্চ চলাচলের কোনো ঘোষণার খবর আসেনি। তবে ভোলার অভ্যন্তরীণ রুটে গণপরিবহন চলাচল শুরু হয়েছে।

টিবি